Ajker Patrika

৮ লাখ টাকার ওষুধ ‘গায়েব’, ৩ সদস্যের কমিটি গঠন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৮ লাখ টাকার ওষুধ ‘গায়েব’, ৩ সদস্যের কমিটি গঠন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৮ লাখ টাকার অধিক মূল্যের ওষুধ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল দুপুরেই ডেপুটি সিভিল সার্জন মো. মোস্তফা মঈন উদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের হলরুমে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

কমিটির অপর দুই সদস্য হলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. রিয়াজুল ইসলাম ও সিরাজগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মো. ফারহান ইমতিয়াজ। বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান সহকারী মো. হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন মোস্তফা মঈন উদ্দিন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং আমরা ওই দিনই তদন্ত কার্যক্রম শুরু করেছি। তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দিলে বিস্তারিত জানাব।’

তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্র থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে হাসপাতালের জন্য ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ, তুলা ও আসবাবপত্র সরবরাহের জন্য ৪৩ লাখ টাকার কার্যাদেশ পায় চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সে অনুযায়ী ওই চারটি প্রতিষ্ঠান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মালামাল সরবরাহ করে যথারীতি বিল উত্তোলন করে। যার মাঝে আমেনা ট্রেডার্স ও এ এ এন্টারপ্রাইজের সরবরাহ করা মন্টিলুকাস্ট গ্রুপের ৫২ হাজার ৫৮৪টি ওষুধ হাসপাতালের স্টোর থেকে গায়েব হয়ে যায়। যার বাজারমূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।

সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরটি নতুন ভবন থেকে পুরোনো ভবনে স্থানান্তরিত হলে সেখানে পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনোয়ার হোসেন। সে সময় তাঁর নজরে আসে ওই ৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ওষুধ গায়েবের ঘটনা।

ওষুধ গায়েবের ঘটনাটি নিশ্চিত হওয়ার পরপরই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনোয়ার হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জহুরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। আর ওই অনুসন্ধান কমিটি ওষুধের হাল নাগাদ প্রতিবেদনে ঘটনার সত্যতা খুঁজে পান, যা নিয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় ঘটনার তদন্তে সিরাজগঞ্জ জেলা সহকারী সিভিল সার্জন মোস্তফা মঈন উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিটি গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামপদ রায় বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

১০ হাজার ৪৮৭ জন যাত্রীর হজ অনিশ্চিত: ধর্ম উপদেষ্টা

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত