Ajker Patrika

প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ২৫
প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা

প্রতীক বরাদ্দ পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। তাঁরা নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ ইউপিতে ২৫ জন চেয়ারম্যান, ২৭১ জন সাধারণ সদস্য ও ১০৬ জন সংরক্ষিত নারী আসনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২ ইউনিয়নের ৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে পদক্ষেপ নেবেন।

সরেজমিন দেখা গেছে, সমর্থকেরা নিজ প্রার্থীদের পক্ষে স্লোগানে মেতে উঠেছেন। কেউ কেউ ভোটারদের মধ্যে প্রচারপত্র বিতরণ করে ভোট দেওয়ার অনুরোধ করছেন। মসজিদ, মন্দির ও উপাসনালয়গুলোয় দিচ্ছেন সহযোগিতা। গ্রামের খানাখন্দের রাস্তাগুলো মেরামতের জন্য অর্থ দিচ্ছেন। ভোটারদের আকর্ষণে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। কোলাকুলি আর কুশলবিনিময়ের অন্য রকম এক দৃশ্য দেখা যাচ্ছে প্রতিটি ইউনিয়নে।

গত বুধবার ৪ জন রিটার্নিং কর্মকর্তা আটটি ইউনিয়নের প্রতীক বরাদ্দ দেন। গোমস্তাপুর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন জামাল উদ্দিন মণ্ডল (নৌকা), আনোয়ার হোসেন (ঘোড়া), আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও আব্দুল্লাহ আল রায়হান (চশমা)। চৌডালায় ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আনসারুল হক (নৌকা), গোলাম কিবরিয়া হাবিব (আনারস) ও তাঁর স্ত্রী শামীম আরা বেগম (চশমা) এবং নুরে আলম সিদ্দিকী (অটোরিকশা)। বোয়ালিয়ায় ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সামিউল আলম শ্যামল (নৌকা) জিল্লুর রহমান লালু (আনারস), সালেহউদ্দিন (মোটরসাইকেল)। রাধানগরে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মামুনুর রশিদ (নৌকা) ও মতিউর রহমান মতি (আনারস)। পার্বতীপুরে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন লিয়াকত আলী খান (নৌকা), মোয়াজ্জেম হোসেন (আনারস) ও নজরুল ইসলাম (চশমা)।

এ ছাড়া আলীনগরে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তরিকুল ইসলাম (নৌকা), আবুল কাসেম মুহাম্মদ মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)। বাঙ্গাবাড়ীতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন সাদেরুল ইসলাম (নৌকা), আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও শহিদুল ইসলাম (আনারস)। রহনপুরে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তৌফিজুল ইসলাম (নৌকা), ওবাইদুর রহমান (চশমা) ও মনিরুজ্জামান (আনারস) প্রতীকে।

এ দিকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, উপজেলার ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২৭১ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী প্রচারণা চলাকালে কোনো ধরনের সহিংসতা না হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত