Ajker Patrika

কলারোয়ায় বর্ধিত সভায় ৩ জনের নাম প্রস্তাব

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৪৫
কলারোয়ায় বর্ধিত সভায় ৩ জনের নাম প্রস্তাব

সাতক্ষীরার কলারোয়ার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দুপুরে সিংগা প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ. লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা সরদার আমজাদ হোসেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল মাজেদ সরদার, ফজলুর রহমান, ইউপি সদস্য ওসমান গণি, ডা. ফজলুর রহমান, ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, হ‌ুমায়ূন কবির মিঠু, যুবলীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ ওয়ার্ড ভিত্তিক দলীয় কাউন্সিলরগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সভায় উপস্থিত দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আ. লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ ও কেন্দ্রীয় আ. লীগ নেতা সরদার আমজাদ হোসেনের নাম সাতক্ষীরা জেলা কমিটি বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত