ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মফিজ লেকের সংস্কারের নামে কাটা হচ্ছে গাছ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বলা হয়েছে, যত গাছ কাটা হয়েছে এর তিনগুণ লাগানো হবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের হাতিরঝিল খ্যাত মফিজ লেক কচুরিপানায় ভরে আছে। অপরিষ্কার অবস্থায় রয়েছে লেকটি। এতে লেকটি হারাতে বসেছে নিজস্ব সৌন্দর্য। শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি মফিজ লেক সংস্কারের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কার করতে গভীরতা ও প্রশস্ততা বাড়াতে এসব গাছগুলো কাটা হয়েছে। প্রশাসনের নির্দেশে গাছ কাটার অনুমতি দেন প্রধান প্রকৌশলী। এ পর্যন্ত ১৫ থেকে ২০টি গাছ কাটা হয়েছে।
তবে এস্টেট অফিস থেকে গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন এস্টেট অফিসের পরিচালক টিপু সুলতান। ক্যাম্পাসে ভূসম্পত্তির মালিক এস্টেট অফিস। এর আগেও উন্নয়ন প্রকল্পের নামে ক্যাম্পাসে কাটা পড়ছে ১ হাজার ৪৩৫টি গাছ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, এমনভাবে আগে গাছ না কেটে এর বিকল্প ছিল কি না, দেখা উচিত ছিল। এভাবে গাছ কাটতে থাকলে আমাদের ক্যাম্পাস একদিন সবুজঘেরা যে ঐতিহ্য, তা হারাবে।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুখলেসুর রহমান সুইট বলেন, লেকে বৃক্ষ নিধন করে প্রকৃতির ওপর নির্মমতা কখনোই মেনে নেওয়া যায় না। গাছ ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করে এবং ভৌগোলিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির পাখি। বিশ্ববিদ্যালয়ে এমন নির্বিচারে গাছ কাটার ফলে, পরিবেশ হুমকির মুখে পড়ে ঠিক তেমনি আবাসন হারাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। ক্যাম্পাসে এভাবে বৃক্ষ নিধন অব্যাহত থাকলে ক্যাম্পাস হারাবে তার সৌন্দর্য ও ঐতিহ্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন তারেক বলেন, ‘কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির অনুমতিতে কাজটি করা হয়েছে।’
এ বিষয়ে এস্টেট অফিসের পরিচালক টিপু সুলতান বলেন, ‘এস্টেট অফিসের অনুমতি ছাড়া ক্যাম্পাসে একটি গাছ কাটা যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মের বাইরে গিয়ে এ কাজ করেছে। যাঁরা আমাদের পরিচালক, তাঁরা নিয়ম না মানলে আমাদের আর করার কিছু থাকে না।’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মফিজ লেকের সংস্কারের নামে কাটা হচ্ছে গাছ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বলা হয়েছে, যত গাছ কাটা হয়েছে এর তিনগুণ লাগানো হবে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের হাতিরঝিল খ্যাত মফিজ লেক কচুরিপানায় ভরে আছে। অপরিষ্কার অবস্থায় রয়েছে লেকটি। এতে লেকটি হারাতে বসেছে নিজস্ব সৌন্দর্য। শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি মফিজ লেক সংস্কারের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কার করতে গভীরতা ও প্রশস্ততা বাড়াতে এসব গাছগুলো কাটা হয়েছে। প্রশাসনের নির্দেশে গাছ কাটার অনুমতি দেন প্রধান প্রকৌশলী। এ পর্যন্ত ১৫ থেকে ২০টি গাছ কাটা হয়েছে।
তবে এস্টেট অফিস থেকে গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন এস্টেট অফিসের পরিচালক টিপু সুলতান। ক্যাম্পাসে ভূসম্পত্তির মালিক এস্টেট অফিস। এর আগেও উন্নয়ন প্রকল্পের নামে ক্যাম্পাসে কাটা পড়ছে ১ হাজার ৪৩৫টি গাছ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, এমনভাবে আগে গাছ না কেটে এর বিকল্প ছিল কি না, দেখা উচিত ছিল। এভাবে গাছ কাটতে থাকলে আমাদের ক্যাম্পাস একদিন সবুজঘেরা যে ঐতিহ্য, তা হারাবে।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুখলেসুর রহমান সুইট বলেন, লেকে বৃক্ষ নিধন করে প্রকৃতির ওপর নির্মমতা কখনোই মেনে নেওয়া যায় না। গাছ ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করে এবং ভৌগোলিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এখানে বসবাস করে বিভিন্ন প্রজাতির পাখি। বিশ্ববিদ্যালয়ে এমন নির্বিচারে গাছ কাটার ফলে, পরিবেশ হুমকির মুখে পড়ে ঠিক তেমনি আবাসন হারাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। ক্যাম্পাসে এভাবে বৃক্ষ নিধন অব্যাহত থাকলে ক্যাম্পাস হারাবে তার সৌন্দর্য ও ঐতিহ্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন তারেক বলেন, ‘কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির অনুমতিতে কাজটি করা হয়েছে।’
এ বিষয়ে এস্টেট অফিসের পরিচালক টিপু সুলতান বলেন, ‘এস্টেট অফিসের অনুমতি ছাড়া ক্যাম্পাসে একটি গাছ কাটা যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মের বাইরে গিয়ে এ কাজ করেছে। যাঁরা আমাদের পরিচালক, তাঁরা নিয়ম না মানলে আমাদের আর করার কিছু থাকে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে