Ajker Patrika

রাস্তাতেই পার ঘণ্টার পর ঘণ্টা

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
রাস্তাতেই পার ঘণ্টার পর ঘণ্টা

যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন মির্জাপুর পৌরবাসী। আধা ঘণ্টার দূরত্বে যেতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। দিনে শহরের সরু সড়কগুলোতে মালবাহী ট্রাকের প্রবেশ ও অনিবন্ধিত অটোরিকশাই যানজটের প্রধান কারণ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

২০০০ সালে মির্জাপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌর শহরের দক্ষিণাংশে ঢাকা-টাঙ্গাইল পুরোনো সড়ক এবং উত্তরাংশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস সড়ক রয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৬ লাখ বাসিন্দার অনেকেই প্রতিদিন কোনো না কোনো কাজে উপজেলা সদরে আসেন।

তা ছাড়া উপজেলার উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়ন ছাড়াও পাশের বাসাইল ও সখীপুর উপজেলার অনেক মানুষ সদরের বংশাই সড়ক দিয়ে নানা কাজে মির্জাপুর পৌর শহরে আসেন। বাইপাস সড়ক থেকে বংশাই সড়ক হয়ে শহরে প্রবেশের রাস্তা সরু হওয়ায় এ সড়কে যানজট লেগেই থাকে। এ যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়।

এ ছাড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের বাসিন্দা এবং পাশের ধামরাই ও সাটুরিয়া উপজেলার মানুষ নানা কাজে পৌর শহরে আসেন। তাঁরা উয়ার্শী বালিয়া সড়ক ও কুমুদিনী হাসপাতাল সড়ক হয়ে পৌর শহরে প্রবেশ করেন। কিন্তু অধিকাংশ সড়ক সরু হলেও এগুলো দিয়ে চলাচল করে মালবাহী ট্রাক। তা ছাড়া শতাধিক অটোরিকশা একযোগে চলার কারণে সড়কগুলোতে প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট।

শহিদুল হাসান নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, পৌর শহরে রয়েছে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত ১ হাজার ৫০ শয্যার হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। হাসপাতালটিতে স্থানীয় বাসিন্দা ছাড়াও টাঙ্গাইল ও আশপাশের জেলা থেকে শত শত মানুষ প্রতিদিন চিকিৎসাসেবা নিতে আসেন। এসব কারণে মির্জাপুর শহরের ব্যস্ততা অন্য ৮-১০টি উপজেলার চেয়ে অনেক বেশি। শহরের বংশাই, মসজিদ ও কলেজ সড়ক সরু। দিনের বেলা সরু এ সড়কগুলো দিয়ে মালবাহী ট্রাক প্রবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ যানজট এখন পৌর শহরবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র হাসান মিয়া ও জিসান হোসেন আলভি বলে, স্কুলের সময় তাদের শহরে আসতে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকতে হয়।

পৌর বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, যেকোনো সময় শহরে পাঁচ টনের ট্রাক ঢুকে পড়ে। অটোরিকশা ও ট্রাকের কারণে যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন, ‘যানজটের কারণে আমরাও অতিষ্ঠ। পৌর শহরে অটোরিকশার সংখ্যা অনেক বেশি। মূলত এগুলো নিয়ন্ত্রণ করার লোকের অভাবে এ যানজট হয়ে থাকে।’

মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার বলেন, ‘সরু সড়কগুলো দিয়ে ট্রাক চলাচলের বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে, পৌর শহরে অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক। অনিবন্ধিত অটোরিকশার চলাচল বন্ধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে থাকে। শহরের যানজট নিয়ন্ত্রণে কয়েকটি সড়ক ওয়ানওয়ে করার চিন্তাভাবনা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত