Ajker Patrika

আওয়ামী লীগ থেকে বিদ্রোহী পাঁচ প্রার্থীকে বহিষ্কার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ১৫
আওয়ামী লীগ থেকে বিদ্রোহী পাঁচ প্রার্থীকে বহিষ্কার

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী হওয়ায় কাপাসিয়ায় পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠি থেকে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক এবং কেন্দ্রীয় কমিটির চিঠির নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য গত ২৪ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৬ অক্টোবর তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে তাঁরা সাড়া না দেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়।

যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন খান আল আমীন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বারিষাব ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আতাউজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বারিষাব ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. বাছির মোত্তাকিম, তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তরগাঁও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান প্রধান এবং চাঁদপুর ইউনিয়নের নলগাঁও গ্রাম কমিটির সদস্য ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত