মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর পূর্ব তীরে দেওঘর ইউনিয়নের প্রধান সড়ক ঘেঁষে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আঙিনায় প্রবেশ করে যে কেউ মুগ্ধ হবে পঠন-পাঠন উপকরণ ও বিদ্যালয়ের দৃষ্টিনন্দন অবকাঠামোয়। বারান্দার ছাদে চাঁদ-তারা গ্রহ-নক্ষত্রে সজ্জিত ‘নভোমণ্ডল’ আর দেয়ালে শিল্পীর আঁকা অক্ষর, শব্দ, চিত্রে সৃজনশীল পাঠ্য ‘বই’। শিশুবান্ধব মানসিকতায় রাঙানো বিদ্যালয়ের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে হাওরে।
খোঁজ নিয়ে জানা যায়, শিশুদের দেখে শেখার মানসিকতা কাজে লাগিয়ে সুন্দর ও আনন্দদায়ক পরিবেশে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে বিদ্যালয়কে এভাবে সাজানো হয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সহজে পড়াশোনা আত্মস্থ হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টিতে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চমে ৪৮১ জন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ২৬৪ জনসহ ৭৪৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে মনোরম এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আক্ষেপ পর্যাপ্ত অবকাঠামো ও আসবাব নিয়ে।
তবে সবকিছুকে ছাপিয়ে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন সাজ মন কেড়েছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মার্জিয়া আক্তার বলে, ‘খুব সুন্দর লাগে ইশকুলের পরিবেশ। বই না পড়েও অনেক শব্দ ও অক্ষর শিখতে পারি। ছবি দেইখ্যা লিখতে পারি। এখানে বাড়ির চেয়ে বেশি ভালো লাগে পড়ালেখা করতে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা বলেন, ‘চমৎকার পরিবেশের জন্য শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসে। পড়ায় মনোনিবেশ করে তারা। এ কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির হার খুবই কম। ছাত্র-ছাত্রীর তুলনায় শিক্ষক কম, তাই পাঠদানে আমাদের হিমশিম খেতে হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, শিশুদের বিদ্যালয়গামী করা এবং পাঠ সহজীকরণের জন্য নান্দনিকভাবে সাজানো হয়েছে বিদ্যালয়কে। তিনি জানান, এই বিদ্যালয়ে তিনটি সৃষ্ট পদ প্রক্রিয়াধীন রয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর পূর্ব তীরে দেওঘর ইউনিয়নের প্রধান সড়ক ঘেঁষে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আঙিনায় প্রবেশ করে যে কেউ মুগ্ধ হবে পঠন-পাঠন উপকরণ ও বিদ্যালয়ের দৃষ্টিনন্দন অবকাঠামোয়। বারান্দার ছাদে চাঁদ-তারা গ্রহ-নক্ষত্রে সজ্জিত ‘নভোমণ্ডল’ আর দেয়ালে শিল্পীর আঁকা অক্ষর, শব্দ, চিত্রে সৃজনশীল পাঠ্য ‘বই’। শিশুবান্ধব মানসিকতায় রাঙানো বিদ্যালয়ের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে হাওরে।
খোঁজ নিয়ে জানা যায়, শিশুদের দেখে শেখার মানসিকতা কাজে লাগিয়ে সুন্দর ও আনন্দদায়ক পরিবেশে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে বিদ্যালয়কে এভাবে সাজানো হয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সহজে পড়াশোনা আত্মস্থ হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়টিতে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চমে ৪৮১ জন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ২৬৪ জনসহ ৭৪৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে মনোরম এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আক্ষেপ পর্যাপ্ত অবকাঠামো ও আসবাব নিয়ে।
তবে সবকিছুকে ছাপিয়ে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন সাজ মন কেড়েছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মার্জিয়া আক্তার বলে, ‘খুব সুন্দর লাগে ইশকুলের পরিবেশ। বই না পড়েও অনেক শব্দ ও অক্ষর শিখতে পারি। ছবি দেইখ্যা লিখতে পারি। এখানে বাড়ির চেয়ে বেশি ভালো লাগে পড়ালেখা করতে।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লা বলেন, ‘চমৎকার পরিবেশের জন্য শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসে। পড়ায় মনোনিবেশ করে তারা। এ কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির হার খুবই কম। ছাত্র-ছাত্রীর তুলনায় শিক্ষক কম, তাই পাঠদানে আমাদের হিমশিম খেতে হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, শিশুদের বিদ্যালয়গামী করা এবং পাঠ সহজীকরণের জন্য নান্দনিকভাবে সাজানো হয়েছে বিদ্যালয়কে। তিনি জানান, এই বিদ্যালয়ে তিনটি সৃষ্ট পদ প্রক্রিয়াধীন রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে