Ajker Patrika

বিষ মাখানো খাদ্যে ৫৭ হাঁসের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১৬
বিষ মাখানো খাদ্যে  ৫৭ হাঁসের মৃত্যু

যশোরের কেশবপুরে বিষ টোপে ১৪ কৃষকের ৫৭টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে। হাঁস মারা যাওয়ায় ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, নদীর পাড়ে বাড়ি হওয়ায় উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ কৃষক পরিবার হাঁস লালন পালন করে। তাঁদের পালিত হাঁস সারা দিন বুড়িভদ্রা নদীর পানিতে চরে বেড়ায়। এসব হাঁসের ডিম বিক্রি করে সংসারের অন্যান্য ব্যয় মিটিয়ে থাকেন দরিদ্র কৃষকেরা। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে কোঠা থেকে তাঁরা হাঁস ছেড়ে দেন। হাঁস নদী পার হয়ে পাশের সাবদিয়া এলাকার তীরে উঠে চরে বেড়ায়। এ সময় ওই তীরের সবজি খেতে দেওয়া বিষ মেশানো চাল খেয়ে হাঁস মরে নদীর পানিতে ভাসতে থাকে। গৃহবধূ রুমিচা খাতুন দুপুরে নদ পারে গিয়ে দেখতে পান হাঁস মরে পানিতে ভাসছে। তখন এলাকার মানুষ খবর দেন তিনি।

গৃহবধূ রুমিচা খাতুন বলেন, ‘আমার ছয়টি হাঁস মারা গেছে। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মিশ্রিত চাল পাওয়া গেছে।’

মজিদপুর গ্রামের আশরাফুজ্জামান জানান, সাবদিয়া গ্রামের কয়েকজন চরে সবজি চাষ করেছে। সেখানে বিষ মেশানো খাবার রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত