Ajker Patrika

ট্রান্সফরমার চুরি সাত দিনে ৫টি, সচেতনতায় মাইকিং

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ০৩
ট্রান্সফরমার চুরি সাত দিনে ৫টি, সচেতনতায় মাইকিং

সিরাজগঞ্জের কাজীপুরে সাত দিনের ব্যবধানে সেচ প্রকল্পের পাঁচটি ট্রান্সফরমার চুরি গেছে। এ ব্যাপারে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। এ নিয়ে সেচের মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্বিগ্ন গ্রাহক ও জনগণকে সচেতন করে চুরি ঠেকাতে বিশেষ মাইকিং শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

কাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমন মৌসুম শেষ হওয়ায় কৃষকেরা তাঁদের সেচ সংযোগের মোটর ও বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারায় শিথিলতা এনেছিলেন। এই সুযোগে চুরির ঘটনা ঘটছে। সাত দিনের ব্যবধানে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা ও চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় এলাকা থেকে সেচকাজে ব্যবহৃত পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে করে সেচগ্রহীতারা বিপাকে পড়েছেন।

শিমুলদাইড় গ্রামের সেচ সংযোগ গ্রহীতা শহিদুল ইসলাম বলেন, ‘চার দিন আগে আমার ট্রান্সফরমারটি চুরি গেছে। ক’দিন পরই বোরো মৌসুম। অফিস বলছে ২৫ হাজার টাকা দিয়ে নতুন করে সংযোগ সচল করতে হবে।’

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজীপুরের ডিজিএম আবদুল্লাহ আল আমিন বলেন, ‘সেচ গ্রাহকদের এ বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছি। সেচগ্রহীতা ও জনগণকে সচেতন করতে ইতিমধ্যে মাইকিংও শুরু করেছি। সঙ্গে একটি হটলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত