Ajker Patrika

যাত্রী নিরাপত্তায় বসছে বেষ্টনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ০০
যাত্রী নিরাপত্তায় বসছে বেষ্টনী

চট্টগ্রাম রেলওয়ে থানার পাশেই ওভারপাস। শিশুসহ তিন যাত্রী সেই ওভারপাস ব্যবহার না করে রেললাইন দিয়ে হেঁটে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। তখন ঢাকা থেকে আসা একটি ট্রেন ছিল তাঁদের খুব কাছেই। ট্রেনটি দেখে দ্রুত পার হতে গিয়ে শিশুসহ পড়ে যান তাঁরা। গতকাল শনিবার দুপুরে অবশ্য প্রাণে রক্ষা পান ওই যাত্রীরা। তবে এভাবে পার হতে গিয়ে এর আগে কাটা পড়ে প্রাণও গেছে এই স্টেশনে।

ওভারপাস থাকার পরও যখন-তখন রেললাইন পার হওয়ার এই প্রবণতা রুখতে এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সব প্ল্যাটফর্মে বসছে নিরাপত্তা বেষ্টনী। ইতিমধ্যে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের এক পাশে বেষ্টনী স্থাপনের কাজ শেষ পর্যায়ে। বাকি ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝে বেষ্টনী বসানোর কাজও পরবর্তীতে করা হবে। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, ওভারপাস থাকার পরও যাত্রীরা তা ব্যবহার না করে রেললাইন পার হয়ে অন্য প্ল্যাটফর্মে যান। এতে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্টেশনের প্ল্যাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর দেওয়ার জন্য প্রস্তাব করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-১ মো. এম এইচ মুকুল বলেন, দুই মাস আগে নিরাপত্তা বেষ্টনী বসানোর কাজ শুরু হয়। এখন ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম কাজ চলছে। বাকিগুলোর টেন্ডার হলে কাজ শুরু হবে।

পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন বলেন, ‘যেখানে যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা কাজ করছি। নিরাপত্তা বেষ্টনীগুলো অনেক সুন্দরভাবে তৈরি করছেন সংশ্লিষ্টরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত