কালিগঞ্জ ও শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
দুই দিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিস্তৃত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মৎস্যঘের, পুকুর, সবজি ও ধানের খেত ডুবে গেছে। অনেকের বসতঘরে পানি উঠেছে। এ কারণে হাঁস-মুরগি ও গরু-ছাগল রাখার জায়গা সংকট দেখা দিয়েছে।
গত রোববার ও সোমবার টানা ভারী বৃষ্টি হয়েছে। এতে কালিগঞ্জ উপজেলা সদরের রাস্তাসহ এলাকার অধিকাংশ গ্রামের রাস্তা ডুবে যায়। এ কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে বই-খাতা ভেজে নষ্ট হয়ে গেছে। কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পানি উঠেছে।
এ ছাড়া কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, শ্রীখোলা মাধ্যমিক বিদ্যালয়, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি ঢুকেছে।
এ ছাড়া কুশুলিয়া ইউনিয়নসহ উপজেলার ১২টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর ও মাছের ঘের ডুবে নানা প্রজাতির মাছ বেরিয়ে গেছে। এতে মাছচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী বলেন, অবৈধভাবে মৎস্য ঘের ও নেট পাঠা কারণে এলাকার কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে পানি নিষ্কাশনের বন্ধ হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এলাকার চেয়ারম্যানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা না থাকায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। অতি দ্রুত সহায়তা দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সবজি ও ধানসহ বিভিন্ন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের সহযোগিতা দেওয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার বলেন, উপজেলা ১২টি ইউনিয়নের গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িতে পানি উঠে যাওয়ায় হাঁস-মুরগি ও গরু-ছাগলের থাকার জায়গার সংকট দেখা দিয়েছে। তালিকা তৈরি করে অতি দ্রুত তাঁদের সহায়তা দেওয়া হবে।
টানা বৃষ্টিতে শ্যামনগরে জলাবদ্ধতা তলিয়ে গেছে ফসলি জমি ও চিংড়িঘের
শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে ফসলি জমি, পুকুর ও চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরে একটি বসতঘর ধসে পড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সংযোগ সড়কে পানি উঠেছে। এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার তৈরি হয়েছে।
আবাদচণ্ডিপুর, বাদঘাটা, গোপালপুর, নকিপুর, হরিপুর, ঘুমঘাট, দাতিনখালী ও সোয়ালিয়াসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার সরকারি খালগুলো অবৈধ জাল দিয়ে বদ্ধ করে রাখায় এবং কয়েকটি অংশের খাল অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা গড়ে তোলায় পানি নামতে পারছে না।
দুই দিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিস্তৃত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মৎস্যঘের, পুকুর, সবজি ও ধানের খেত ডুবে গেছে। অনেকের বসতঘরে পানি উঠেছে। এ কারণে হাঁস-মুরগি ও গরু-ছাগল রাখার জায়গা সংকট দেখা দিয়েছে।
গত রোববার ও সোমবার টানা ভারী বৃষ্টি হয়েছে। এতে কালিগঞ্জ উপজেলা সদরের রাস্তাসহ এলাকার অধিকাংশ গ্রামের রাস্তা ডুবে যায়। এ কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এতে বই-খাতা ভেজে নষ্ট হয়ে গেছে। কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পানি উঠেছে।
এ ছাড়া কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, শ্রীখোলা মাধ্যমিক বিদ্যালয়, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি ঢুকেছে।
এ ছাড়া কুশুলিয়া ইউনিয়নসহ উপজেলার ১২টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর ও মাছের ঘের ডুবে নানা প্রজাতির মাছ বেরিয়ে গেছে। এতে মাছচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী বলেন, অবৈধভাবে মৎস্য ঘের ও নেট পাঠা কারণে এলাকার কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে পানি নিষ্কাশনের বন্ধ হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এলাকার চেয়ারম্যানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা না থাকায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। অতি দ্রুত সহায়তা দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সবজি ও ধানসহ বিভিন্ন বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের সহযোগিতা দেওয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার বলেন, উপজেলা ১২টি ইউনিয়নের গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িতে পানি উঠে যাওয়ায় হাঁস-মুরগি ও গরু-ছাগলের থাকার জায়গার সংকট দেখা দিয়েছে। তালিকা তৈরি করে অতি দ্রুত তাঁদের সহায়তা দেওয়া হবে।
টানা বৃষ্টিতে শ্যামনগরে জলাবদ্ধতা তলিয়ে গেছে ফসলি জমি ও চিংড়িঘের
শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে ফসলি জমি, পুকুর ও চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরে একটি বসতঘর ধসে পড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সংযোগ সড়কে পানি উঠেছে। এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার তৈরি হয়েছে।
আবাদচণ্ডিপুর, বাদঘাটা, গোপালপুর, নকিপুর, হরিপুর, ঘুমঘাট, দাতিনখালী ও সোয়ালিয়াসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার সরকারি খালগুলো অবৈধ জাল দিয়ে বদ্ধ করে রাখায় এবং কয়েকটি অংশের খাল অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা গড়ে তোলায় পানি নামতে পারছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে