মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে ফলের দোকানে বসে আছেন বিক্রেতা হযরত আলী। সেখানে সাজিয়ে রাখা হয়েছে লাল-হলুদ বর্ণের অনেক আম। একেকটি আমের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি ১০০ গ্রাম পর্যন্ত। অস্ট্রেলিয়ান জাতের এ আম সূর্যডিম নামে পরিচিত। ১ হাজার ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এ আম।
এ ফলের দোকানে পেয়ারা ও তরমুজ ছাড়া বাকি সব ফলই বিদেশি। অস্ট্রেলিয়ান সূর্যডিম আম ছাড়াও এখানে রয়েছে থাইল্যান্ডের জাম্বু ফলজি বা থাইকিউ জাই আম, চায়না হানি পামেলো লেবু (বাতাবি লেবু), রাম্বুটান নামক মালয়েশিয়ান লিচু, মিসরের কাঁচা খেজুর, থাইল্যান্ডের সুমিষ্ট আতা।
গত বুধবার বিকেলে বিশ্বরোড মোড়ের এ ফলের দোকানে গিয়ে দেখা গেছে, লাল ও হলুদ বর্ণের বেশ কিছু সূর্যডিম আম অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। ১ হাজার ৬০০ টাকা কেজি দরে আমগুলো বিক্রি হচ্ছে। তিন দিন আগে ঢাকা থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। সূর্যডিম আমের স্বাদ খুবই মিষ্টি।
দেশীয় বাতাবি লেবুর মতো ফল রয়েছে এ দোকানে। এ ফল সম্পর্কে জানতে চাইলে হযরত আলীর ছেলে শ্রাবণ (১৪) জানায়, এটির নাম চায়না হানি পামেলো লেবু। এর দাম ৪৫০ টাকা কেজি। তবে পিস হিসেবে নিলে ক্রেতাদের গুনতে হবে ৬৫০ টাকা। এ লেবুর ওজন একেকটা দেড় কেজি করে। দেশীয় বাতাবি লেবু কাটার পর মরিচ, লবণ দিয়ে মেখে খেতে হয়। তবে চায়না হানি পামেলো লেবুর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো মরিচ, লবণ লাগবে না। সরাসরি খেলে প্রাকৃতিকভাবেই মরিচ-লবণের সেই স্বাদ পাওয়া যাবে। এমনকি এই লেবুতে দেশীয় লেবুর মতো টক নেই।
স্কুলশিক্ষক মোতাহার আলী জানান, আমের জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। অথচ এ জেলায় আম বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা কেজি, এটা ভাবনারও বাইরে। লোভনীয়, আকর্ষণীয় ও সুস্বাদু হলেও এসব ফল শুধু উচ্চবিত্ত পরিবারের লোকজনের জন্য। কারণ একটাই, এগুলোর দাম আকাশচুম্বী। তাই ফলগুলোর নাম এবং দাম দেখেই ফিরে যেতে হচ্ছে।
ফলবিক্রেতা হযরত আলী জানান, সূর্যডিম আম ছাড়াও তাঁর কাছে আরেকটি জাতের আম রয়েছে। থাইল্যান্ডের জাম্বু ফলজি বা থাইকিউ জাই আম। এর দাম কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। চার-পাঁচ দিন আগে একই জায়গা থেকে ১০ থেকে ১৫ কেজি নিয়ে এসেছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) বৈজ্ঞানিক আবু সালেহ মো. ইউসুফ বলেন, সূর্যডিম আমকে পৃথিবীর অন্যতম দামি আম বলা হয়। বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে এ আমের চাষ শুরু হয়েছে। তবে শুধু আমের মৌসুমে সূর্যডিম আমের ফলন পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় এখন আমের মৌসুম, তাই এই আমের ফলন হয়েছে। সেখান থেকে এনে ব্যবসায়ীরা উচ্চমূল্যে এই আম বিক্রি করছেন।
চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে ফলের দোকানে বসে আছেন বিক্রেতা হযরত আলী। সেখানে সাজিয়ে রাখা হয়েছে লাল-হলুদ বর্ণের অনেক আম। একেকটি আমের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি ১০০ গ্রাম পর্যন্ত। অস্ট্রেলিয়ান জাতের এ আম সূর্যডিম নামে পরিচিত। ১ হাজার ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এ আম।
এ ফলের দোকানে পেয়ারা ও তরমুজ ছাড়া বাকি সব ফলই বিদেশি। অস্ট্রেলিয়ান সূর্যডিম আম ছাড়াও এখানে রয়েছে থাইল্যান্ডের জাম্বু ফলজি বা থাইকিউ জাই আম, চায়না হানি পামেলো লেবু (বাতাবি লেবু), রাম্বুটান নামক মালয়েশিয়ান লিচু, মিসরের কাঁচা খেজুর, থাইল্যান্ডের সুমিষ্ট আতা।
গত বুধবার বিকেলে বিশ্বরোড মোড়ের এ ফলের দোকানে গিয়ে দেখা গেছে, লাল ও হলুদ বর্ণের বেশ কিছু সূর্যডিম আম অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। ১ হাজার ৬০০ টাকা কেজি দরে আমগুলো বিক্রি হচ্ছে। তিন দিন আগে ঢাকা থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। সূর্যডিম আমের স্বাদ খুবই মিষ্টি।
দেশীয় বাতাবি লেবুর মতো ফল রয়েছে এ দোকানে। এ ফল সম্পর্কে জানতে চাইলে হযরত আলীর ছেলে শ্রাবণ (১৪) জানায়, এটির নাম চায়না হানি পামেলো লেবু। এর দাম ৪৫০ টাকা কেজি। তবে পিস হিসেবে নিলে ক্রেতাদের গুনতে হবে ৬৫০ টাকা। এ লেবুর ওজন একেকটা দেড় কেজি করে। দেশীয় বাতাবি লেবু কাটার পর মরিচ, লবণ দিয়ে মেখে খেতে হয়। তবে চায়না হানি পামেলো লেবুর বিশেষ বৈশিষ্ট্য হলো এতে কোনো মরিচ, লবণ লাগবে না। সরাসরি খেলে প্রাকৃতিকভাবেই মরিচ-লবণের সেই স্বাদ পাওয়া যাবে। এমনকি এই লেবুতে দেশীয় লেবুর মতো টক নেই।
স্কুলশিক্ষক মোতাহার আলী জানান, আমের জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। অথচ এ জেলায় আম বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা কেজি, এটা ভাবনারও বাইরে। লোভনীয়, আকর্ষণীয় ও সুস্বাদু হলেও এসব ফল শুধু উচ্চবিত্ত পরিবারের লোকজনের জন্য। কারণ একটাই, এগুলোর দাম আকাশচুম্বী। তাই ফলগুলোর নাম এবং দাম দেখেই ফিরে যেতে হচ্ছে।
ফলবিক্রেতা হযরত আলী জানান, সূর্যডিম আম ছাড়াও তাঁর কাছে আরেকটি জাতের আম রয়েছে। থাইল্যান্ডের জাম্বু ফলজি বা থাইকিউ জাই আম। এর দাম কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। চার-পাঁচ দিন আগে একই জায়গা থেকে ১০ থেকে ১৫ কেজি নিয়ে এসেছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষণা কেন্দ্র) বৈজ্ঞানিক আবু সালেহ মো. ইউসুফ বলেন, সূর্যডিম আমকে পৃথিবীর অন্যতম দামি আম বলা হয়। বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে এ আমের চাষ শুরু হয়েছে। তবে শুধু আমের মৌসুমে সূর্যডিম আমের ফলন পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় এখন আমের মৌসুম, তাই এই আমের ফলন হয়েছে। সেখান থেকে এনে ব্যবসায়ীরা উচ্চমূল্যে এই আম বিক্রি করছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে