কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে মারা যাওয়া ছয় জেলের পরিবারকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। উপজেলার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতদের স্বজনদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজরা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
নিহত মো. শহিদুল ইসলামের পক্ষে অহিদা বেগম, মো. ইয়াকুব বাওয়ালীর পক্ষে কাকলী আক্তার, মো. মহিদুল ইসলামের পক্ষে মোর্শেদা বেগম, মো. আনোয়ার হোসেনের পক্ষে রাশিদা বেগম, মো. রুহুল আমিন হাওলাদারের পক্ষে মোসা. রুমিচা বেগম এবং নিখোঁজ আবু বক্কর মোল্লার পক্ষে লামিয়া বেগম এই সহায়তা নেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়।
গত বুধবার দুপুর পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উপজেলার বগা গ্রামের নিহত চারজন, আন্ধারমানিক এলাকার একজন এবং নিখোঁজ বগা এলাকার একজন সহায়তা পেয়েছেন। এখনো দুজন জেলে ও তিনটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেরা।
বাগেরহাটের কচুয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে মারা যাওয়া ছয় জেলের পরিবারকে আর্থিক ও খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। উপজেলার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতদের স্বজনদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজরা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
নিহত মো. শহিদুল ইসলামের পক্ষে অহিদা বেগম, মো. ইয়াকুব বাওয়ালীর পক্ষে কাকলী আক্তার, মো. মহিদুল ইসলামের পক্ষে মোর্শেদা বেগম, মো. আনোয়ার হোসেনের পক্ষে রাশিদা বেগম, মো. রুহুল আমিন হাওলাদারের পক্ষে মোসা. রুমিচা বেগম এবং নিখোঁজ আবু বক্কর মোল্লার পক্ষে লামিয়া বেগম এই সহায়তা নেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুঁটকিপল্লি এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়।
গত বুধবার দুপুর পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উপজেলার বগা গ্রামের নিহত চারজন, আন্ধারমানিক এলাকার একজন এবং নিখোঁজ বগা এলাকার একজন সহায়তা পেয়েছেন। এখনো দুজন জেলে ও তিনটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে