নিজস্ব প্রতিবেদক, খুলনা
‘কারিতাস বাংলাদেশ, ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলে গতকাল সোমবার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করেছে। অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং কারিতাস বাংলাদেশের সভাপতি জেমস্ রমেন বৈরাগী।
কেক কাটা, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক জুবিলি লোগো উদ্বোধন করেন এবং তিনি এই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশকে সব উন্নয়নকাজে সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন।
আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জেমস্ রমেন বৈরাগী বলেন, কারিতাস মানুষের জন্য ভালোবাসা, সম্মান ও সেবার মধ্য দিয়ে ৫০ বছর ধরে মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক, অনুষ্ঠানের সভাপতি জেমস্ রমেন বৈরাগী এবং কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) জেমস্ গোমেজ এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) জোয়াকিম গোমেজ বৃক্ষরোপণের মাধ্যমে দ্বিতীয় পর্বের কর্মসূচির সূচনা করেন। এরপর মেয়র ৫০ বছরের জুবিলি উপলক্ষে ৫০ জন দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ ছাড়া মেয়র খালেক অনুষ্ঠানে ৫০টি দুস্থ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং সুবর্ণ জয়ন্তী’র স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। তিনি তাঁর বক্তব্যে কারিতাস বাংলাদেশের প্রশংসা করে বলেন, কারিতাসের সব কাজের সঙ্গে আছেন এবং কারিতাস ভবিষ্যতেও তাঁর এই উন্নয়নকাজ চালিয়ে যাবে বলে তিনি তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের উদ্দেশ্য সহযোগিতা ও কারিতাস বাংলাদেশের কার্যক্রমের ওপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ।
‘কারিতাস বাংলাদেশ, ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলে গতকাল সোমবার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করেছে। অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০টায় বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং কারিতাস বাংলাদেশের সভাপতি জেমস্ রমেন বৈরাগী।
কেক কাটা, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক জুবিলি লোগো উদ্বোধন করেন এবং তিনি এই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশকে সব উন্নয়নকাজে সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন।
আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জেমস্ রমেন বৈরাগী বলেন, কারিতাস মানুষের জন্য ভালোবাসা, সম্মান ও সেবার মধ্য দিয়ে ৫০ বছর ধরে মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তালুকদার আব্দুল খালেক, অনুষ্ঠানের সভাপতি জেমস্ রমেন বৈরাগী এবং কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) জেমস্ গোমেজ এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) জোয়াকিম গোমেজ বৃক্ষরোপণের মাধ্যমে দ্বিতীয় পর্বের কর্মসূচির সূচনা করেন। এরপর মেয়র ৫০ বছরের জুবিলি উপলক্ষে ৫০ জন দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ ছাড়া মেয়র খালেক অনুষ্ঠানে ৫০টি দুস্থ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং সুবর্ণ জয়ন্তী’র স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। তিনি তাঁর বক্তব্যে কারিতাস বাংলাদেশের প্রশংসা করে বলেন, কারিতাসের সব কাজের সঙ্গে আছেন এবং কারিতাস ভবিষ্যতেও তাঁর এই উন্নয়নকাজ চালিয়ে যাবে বলে তিনি তাঁর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের উদ্দেশ্য সহযোগিতা ও কারিতাস বাংলাদেশের কার্যক্রমের ওপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে