Ajker Patrika

ইবিতে দরপত্র জমা নেওয়া হলো পুলিশ পাহারায়

ইবি প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১২: ২০
ইবিতে দরপত্র জমা নেওয়া হলো পুলিশ পাহারায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ পাহারায় আসবাব ক্রয়ের দরপত্র জমা নেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ দরপত্রের কার্যক্রম চলে। মোট ২৪ কোটি ৬৫ লাখ টাকার প্যাকেজ-১-এর উন্মুক্ত এ দরপত্র কিনতে ২৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দরপত্র শিডিউল জমা দেয়।

এর আগে স্থানীয় ঠিকাদাররা প্রিন্টিং প্রেসের স্টোরে রক্ষিত ছোট কাগজ ও পুরোনো প্লেটসমূহ বিক্রয়ের নিলামে কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা ঠিকাদারদের নাম নিবন্ধন করতে দেয়নি। আসবাবপত্রের দরপত্র কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারেরা ঝামেলা করতে পারেন এমন আভাসে পুলিশ পাহারায় দরপত্রের কার্যক্রম পরিচালনা করে প্রকৌশল দপ্তর।

স্থানীয় ঠিকাদাররা বলেন, ‘আমাদের বাদ দিয়ে বাইরের ঠিকাদারদের কাজ দিয়ে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। বিষয়টি যদি আমলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তুলব।’

নিজেদের অনুকূলে নীতিমালা পরিবর্তন করে কাজ দেওয়ার দাবি করেছে ইবি ঠিকাদার সমিতি। সমিতির দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও পরিকল্পনা বিভাগের পরিচালক অনিয়ম ও দুর্নীতি করে তাঁদের কাজ দিচ্ছে না।

জানতে চাইলে এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুনশি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, ‘আসবাবপত্রের প্যাকেজ-১ এর দুই লটে ৩ কোটি ও দুই কোটি ৮২ লাখ টাকার উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা যেকোনো প্রতিষ্ঠানকে নির্বাচিত করব।’

প্রকৌশল দপ্তরে পুলিশ পাহারার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। এর আগে স্থানীয় ঠিকাদারেরা বিভিন্ন ঝামেলা করেছে। এখানে টেন্ডার ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে। সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। ক্যাম্পাস অরক্ষিত নয়। তবে এটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত