নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় যিশু চৌধুরী (২৭) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত শুক্রবার নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু রাঙামাটির বাঘাইছড়ি থানার করোঙ্গাতলি বাজারের বাসিন্দা।
গতকাল শনিবার র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ জুলাই বাঘাইছড়িতে পূর্বপরিচয়ের সূত্র ধরে বিপ্লব বড়ুয়া নামের আরেক আসামি ভুক্তভোগী তরুণীকে বাসার বাইরে ডেকে নিয়ে যান। পরে যিশু চৌধুরীসহ বাকি আসামিরা তাঁকে জোরপূর্বক একটি বসতঘরে তুলে নিয়ে সারা রাত ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত হয়। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ আসামিদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন। সেনাবাহিনীর মধ্যস্থতায়ও পরিস্থিতি শান্ত করা যায়নি। ওই ঘটনা নিয়ে এখনো এলাকা উত্তপ্ত রয়েছে। এ ছাড়া ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে যিশু চৌধুরীসহ পাঁচজনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি মামলা করেন।
রাঙামাটিতে বাঘাইছড়িতে গত ১৫ জুলাই ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে সারা রাত দলবদ্ধ ধর্ষণ করা হয়। ওই ঘটনায় উপজেলার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে যিশু চৌধুরীর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় যিশু চৌধুরী (২৭) নামের এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত শুক্রবার নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু রাঙামাটির বাঘাইছড়ি থানার করোঙ্গাতলি বাজারের বাসিন্দা।
গতকাল শনিবার র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ জুলাই বাঘাইছড়িতে পূর্বপরিচয়ের সূত্র ধরে বিপ্লব বড়ুয়া নামের আরেক আসামি ভুক্তভোগী তরুণীকে বাসার বাইরে ডেকে নিয়ে যান। পরে যিশু চৌধুরীসহ বাকি আসামিরা তাঁকে জোরপূর্বক একটি বসতঘরে তুলে নিয়ে সারা রাত ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়।
ওই ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত হয়। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ আসামিদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিলেন। সেনাবাহিনীর মধ্যস্থতায়ও পরিস্থিতি শান্ত করা যায়নি। ওই ঘটনা নিয়ে এখনো এলাকা উত্তপ্ত রয়েছে। এ ছাড়া ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে যিশু চৌধুরীসহ পাঁচজনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি মামলা করেন।
রাঙামাটিতে বাঘাইছড়িতে গত ১৫ জুলাই ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে সারা রাত দলবদ্ধ ধর্ষণ করা হয়। ওই ঘটনায় উপজেলার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে যিশু চৌধুরীর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। যিশু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে