রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের ২০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়া বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়। গত শনিবার রাতে ১৫ জন এবং গত ১৬ নভেম্বর আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় গত ১৬ নভেম্বর দলের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন খান, ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামছুল ইসলাম সুমন ও একই ইউনিয়নের ইকবাল পাটোয়ারীকে বহিষ্কার করা হয়।
দেলোয়ার হোসেন আরও জানান, ওই পাঁচজনকে বহিষ্কার করার পরও দেখা গেছে, নেতা-কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসেনি। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে প্রমাণ পেশ করে আরও ১৫ জনকে বহিষ্কারের আবেদন করা হয়। সে অনুযায়ী গত শনিবার রাতে তাঁদেরও বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক এস আই ফারুক, সহসভাপতি অলি ব্যাপারী, আবদুস সালাম, কোষাধ্যক্ষ জাকির হাজী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আজিজ কালু, জেলা যুবলীগের সাবেক সদস্য মাহাবুবুল আলম, লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মেশকাত হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর উল্ল্যাহ, মনির হোসেন খোকন ও আমিনুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।
এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বলেন, জেলা যুবলীগের পরামর্শক্রমে এবং দলের গঠনতন্ত্রমতেই তাঁদের বহিষ্কার করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের ২০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী হওয়া বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়। গত শনিবার রাতে ১৫ জন এবং গত ১৬ নভেম্বর আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ায় গত ১৬ নভেম্বর দলের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন খান, ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামছুল ইসলাম সুমন ও একই ইউনিয়নের ইকবাল পাটোয়ারীকে বহিষ্কার করা হয়।
দেলোয়ার হোসেন আরও জানান, ওই পাঁচজনকে বহিষ্কার করার পরও দেখা গেছে, নেতা-কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরে আসেনি। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে প্রমাণ পেশ করে আরও ১৫ জনকে বহিষ্কারের আবেদন করা হয়। সে অনুযায়ী গত শনিবার রাতে তাঁদেরও বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক এস আই ফারুক, সহসভাপতি অলি ব্যাপারী, আবদুস সালাম, কোষাধ্যক্ষ জাকির হাজী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল আজিজ কালু, জেলা যুবলীগের সাবেক সদস্য মাহাবুবুল আলম, লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তছলিম হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মেশকাত হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর উল্ল্যাহ, মনির হোসেন খোকন ও আমিনুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।
এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বলেন, জেলা যুবলীগের পরামর্শক্রমে এবং দলের গঠনতন্ত্রমতেই তাঁদের বহিষ্কার করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে