Ajker Patrika

একটি সেতু ঘিরে স্বপ্ন হাজারো মানুষের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৩৯
একটি সেতু ঘিরে স্বপ্ন হাজারো মানুষের

আসাদ আলী কারি সড়ক সেতু। দৈর্ঘ্য মাত্র ৮১ মিটার। ইছাখালী খালের ওপর নির্মিত সেতুটি চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের হাজারো মানুষের ভোগান্তি কমিয়েছে। সেতু ঘিরে স্থানীয় বাসিন্দারা দেখছেন নানা স্বপ্ন। সৃষ্টি হয়েছে যোগাযোগের নতুন দিগন্ত।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ পায় আসাদ আলী কারি সড়ক সেতু। জনগণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয় চলতি মাসে। এরপর সেতুর সঙ্গে যুক্ত হয়েছে মিরসরাইয়ের তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এতে স্থানীয় বাসিন্দারা বেশ খুশি।

মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বাসিন্দা খোরশেদ আলম বলেন, ‘সেতু নির্মাণ হওয়ায় আমাদের গ্রামের মানুষ বেশ উপকৃত হচ্ছে। এত দিন একটি সেতুর জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।’

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, ‘ইছাখালী খালের ওপর সেতু নির্মাণ হওয়ায় আমার ইউনিয়নের আবুরহাট-পূর্ব ইছাখালী, কাটাছড়া ইউনিয়নের বৃহত্তর বাড়িয়াখালী ১০ নম্বর ইউনিয়নের রহমতাবাদ গ্রামের যোগাযোগ নতুন যুগে প্রবেশ করবে। আর এটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে।’

মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে উপজেলার তিনটি ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হবে। এ ছাড়া সেতুর সঙ্গে যুক্ত আসাদ আলী কারি সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এতে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত