Ajker Patrika

রাজাপুরে অপারেশন থিয়েটার চালু

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৭
রাজাপুরে অপারেশন থিয়েটার চালু

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য কেন্দ্রের অপারেশন থিয়েটার ও নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদ সদস্য বজলুল হক হারুন।

উদ্বোধন শেষে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বজলুল হক হারুন। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। বিগত দিনে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। একটি মহল স্বাস্থ্যসেবা নিয়ে রাজনীতি করছে। দেশের জনগণ তাঁদের চায় না।’

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল সভাপতির বক্তব্যে বলেন, ‘এ হাসপাতালটি প্রতিষ্ঠার ৫০ বছর পরে এই প্রথম অপারেশন থিয়েটার চালু করা হলো। এখন থেকে সিজারসহ নানা অপারেশন বিনামূল্যে এই হাসপাতালে করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, ইউএনও মোক্তার হোসেন, অ্যাডভোকেট খয়রুল আলম সরফরাজ, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত