Ajker Patrika

স্কুলশিক্ষার্থীদের টিকা শুরু আজ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
স্কুলশিক্ষার্থীদের টিকা শুরু আজ

সিলেট নগরীতে আজ থেকে শুরু হচ্ছে স্কুলশিক্ষার্থীদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এ জন্য প্রস্তুত করা হয়েছে নগরীর চারটি টিকাদান কেন্দ্র। প্রাথমিক অবস্থায় ২৫ হাজার স্কুলশিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এর আগে গত ১৭ নভেম্বর এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এবং পুলিশ লাইনস হাইস্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হবে।

এসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও এখন তুলে দেওয়া হয়েছে। এ চারটি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেওয়া হবে। শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে।

ডা. জাহিদুল ইসলাম বলেন, চারটি স্কুলে প্রতিদিন ৬০০ করে ২ হাজার ৪০০ ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। মহানগরীর ২৫ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডা. জাহিদ জানান, জন্মনিবন্ধন সনদ নিয়ে জটিলতা থাকায় এটির বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে। স্কুলের রেজিস্ট্রার অনুসারে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করেছেন সংশ্লিষ্টরা।

টিকা কার্যক্রম শুরু করতে দেরি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, ফাইজারের টিকা দিতে প্রয়োজন শীতাতপ নিয়ন্ত্রিত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংবলিত বিশেষায়িত কেন্দ্র। তাই কেন্দ্র প্রস্তুত করতে দেরি হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে।

এখন সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হবে। ধাপে ধাপে জেলার অন্যান্য এলাকায়ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আব্দুল ওয়াদুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত