Ajker Patrika

মরা গাছে দুর্ঘটনার শঙ্কা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ৪১
মরা গাছে দুর্ঘটনার শঙ্কা

বরিশালের আগৈলঝাড়ায় একটি বাজারের মধ্যে রাস্তার পাশে বিশাল আকৃতির মরা একটি গাছ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য ঝড়বৃষ্টি বা দমকা বাতাসে গাছের ডাল এমনকি গাছও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে গাছটার নিচের রাস্তা ধরে ঝুঁকি নিয়ে চলছে বাজারে আসা পথচারীরা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছটি জরুরিভাবে অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারের মধ্যে রাস্তার পাশে একটি রেইন ট্রি গাছ রোপণ করা হয়। তখন থেকে স্থানীয় লোকদের দেখভালের মাধ্যমে আস্তে আস্তে গাছটি বড় হতে থাকে। স্থানীয় বাসিন্দাদের ধারণা প্রায় ১০০ বছর আগে লাগানো হয় গাছটি। গত কয়েক বছর ধরে গাছের বিভিন্ন রোগে পাতা ঝরে মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এ ছাড়া ঘুণ পোকা বাসা বেঁধেছে এই মরা গাছটিতে। অতিমাত্রায় গাছের গোড়ায় পচন ধরে কিছু কিছু অংশ খসে পড়ছে। ফলে ঝড়-বাতাস বৃষ্টি শুরু হলেই আতঙ্ক ছড়িয়ে পরে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

বাশাইল বাজারে গিয়ে দেখা যায় দেখা যায়, কয়েকটি গ্রামের মানুষের উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান রাস্তা এটি। ঝুঁকি মাথায় নিয়েই চলাফেরা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা বিএম মনির জানান, মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় লোকজনকে। শুধু তাই নয় মাঝে-মধ্যে ঝড়-বৃষ্টি হলে মরা গাছের ডাল ভেঙে পড়ে থাকে রাস্তার ওপর।

বাশাইল বাজারের ব্যবসায়ী জুয়েল মৃধা জানান, প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শত শত লোক চলাচল করেন। রাস্তার পাশে গাছ মরে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় পথচারীদের ওপর গাছ বা গাছের ডাল ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পথচারীদের সুবিধার্থে জরুরিভাবে এই গাছটি অপসারণ করা দরকার।

রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘বন বিভাগের মাধ্যমে মরা গাছগুলো অবশ্যই টেন্ডার দিয়ে অপসারণ করা হবে। দ্রুত মরা গাছটি কেটে ফেলার ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত