Ajker Patrika

জন্মনিবন্ধনের তথ্য সংশোধনে অতিরিক্ত টাকা আদায়

চারঘাট প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৩৩
জন্মনিবন্ধনের তথ্য সংশোধনে  অতিরিক্ত টাকা আদায়

‘দুই মাসও লাগতে পারে, দুই বছরও লাগতে পারে, শর্তে রাজি থাকলে কাগজপত্র দিয়ে যান। সঙ্গে ৪০০ টাকা।’ রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করতে আসা এক ব্যক্তিকে উদ্দেশ করে কথাগুলো বলেন ইউপিতে কর্মরত উদ্যোক্তা নাহিদ পারভেজ তুষার। এক ভুক্তভোগী গোপনে তা ভিডিও করেন।

অনেক শিক্ষার্থীর জন্মসনদ ও শিক্ষাগত সনদে দেওয়া তথ্যে গরমিল রয়েছে। পিতা-মাতার নামের বানানেও রয়েছে ভুল। জন্মতারিখে নেই মিল। এসব কারণে ইউনিয়ন পরিষদে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ বেড়েছে কয়েক গুণ। এ সুযোগে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে উদ্যোক্তার বিরুদ্ধে। তবে সবচেয়ে বেকায়দায় পড়েছেন সরদহ ইউনিয়নের বাসিন্দারা। সেখানে সরকারি ফির আট-দশ গুণ অতিরিক্ত টাকা নিয়ে সনদ দেওয়া হচ্ছে। এক রকম বাধ্য হয়েই টাকা দিয়ে সনদ নিচ্ছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। বেপরোয়া অর্থ আদায় ও ইচ্ছে করে সময় ক্ষেপণের কারণে সেবা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ। টাকার জোগাড় করতে না পেরে অনেক অভিভাবক এখনো জন্মসনদ সংশোধন করাতে পারেননি।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ থেকে জন্মতারিখ সংশোধনের জন্য ১০০ টাকা এবং জন্মতারিখ ব্যতীত পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সংশোধনের পর সনদের কপি বিনা মূল্যে সরবরাহের কথাও বলা হয়েছে।

সরেজমিন উপজেলার সরদহ ইউপিতে দেখা গেছে, জন্মসনদ পেতে প্রয়োজনীয় কাগজ জমা দিলে তিন-চার শ টাকা দাবি করা হচ্ছে। কিছু টাকা কম দিতে চাইলে আবেদন জমা নেওয়া হচ্ছে না। পাশাপাশি জন্মসনদ পেতে দুই বছর লাগবে বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

সেবাগ্রহীতা কলেজছাত্র সজীব ইসলাম বলেন, ‘বাবা-মা এবং আমার জন্মসনদ সংশোধনের জন্য এসেছিলাম। ইংরেজি সংশোধনের জন্য আমার কাছ থেকে ৬০০ টাকা নেওয়া হয়েছে।’

জন্মসনদ পেতে দুই বছর লাগার কথা স্বীকার করে উদ্যোক্তা নাহিদ পারভেজ তুষার বলেন, ‘আমি ফাজলামি করে এক বন্ধুকে বিষয়টি বলেছিলাম। সেটা কেউ ভিডিও করবে তা বুঝতে পারিনি। তবে অতিরিক্ত টাকা নেওয়া হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত