বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নাটকটি রচিত হয়েছে শওকত ওসমানের কালজয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ অবলম্বনে। একই নামে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। আগামীকাল একই সময়ে রয়েছে দ্বিতীয় প্রদর্শনী।
নাটকের গল্পে দেখা যাবে, বাগদাদ অধীশ্বর বাদশা হারুন অর রশিদের স্ত্রী জুবায়দার বাদী মেহেরজানের সঙ্গে হাবসি গোলাম তাতারীর প্রেম। তারা দুজনে প্রচণ্ড সুখী। কিন্তু সুখের সন্ধানে থাকা বাদশা হারুন হাসতে পারে না। একদিন লুকিয়ে তাতারী আর মেহেরজানের হাসি শুনে ঈর্ষান্বিত হয় বাদশা। সে ভাবতে থাকে আমি যেখানে মন খুলে হাসতে পারি না, সেখানে তারা কীভাবে এত সুন্দর করে হাসতে পারে! বাদশা ঈর্ষান্বিত হয়ে তাতারী ও মেহেরজানকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
নির্দেশক লিপন বলেন, ‘ক্রীতদাসের হাসির প্রেক্ষাপট জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন ও বর্বর স্বৈরশাসন। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। আইয়ুবি অপশাসনের ইতিহাস উঠে এসেছে নাটকে।’
নাটকে অভিনয় করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা ও অভিনয় তত্ত্বাবধানে আছেন ধীমান চন্দ্র বর্মণ, সহকারী নির্দেশক আবদুর রাজ্জাক।
আজ মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নাটকটি রচিত হয়েছে শওকত ওসমানের কালজয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ অবলম্বনে। একই নামে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। আগামীকাল একই সময়ে রয়েছে দ্বিতীয় প্রদর্শনী।
নাটকের গল্পে দেখা যাবে, বাগদাদ অধীশ্বর বাদশা হারুন অর রশিদের স্ত্রী জুবায়দার বাদী মেহেরজানের সঙ্গে হাবসি গোলাম তাতারীর প্রেম। তারা দুজনে প্রচণ্ড সুখী। কিন্তু সুখের সন্ধানে থাকা বাদশা হারুন হাসতে পারে না। একদিন লুকিয়ে তাতারী আর মেহেরজানের হাসি শুনে ঈর্ষান্বিত হয় বাদশা। সে ভাবতে থাকে আমি যেখানে মন খুলে হাসতে পারি না, সেখানে তারা কীভাবে এত সুন্দর করে হাসতে পারে! বাদশা ঈর্ষান্বিত হয়ে তাতারী ও মেহেরজানকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
নির্দেশক লিপন বলেন, ‘ক্রীতদাসের হাসির প্রেক্ষাপট জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন ও বর্বর স্বৈরশাসন। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। আইয়ুবি অপশাসনের ইতিহাস উঠে এসেছে নাটকে।’
নাটকে অভিনয় করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা ও অভিনয় তত্ত্বাবধানে আছেন ধীমান চন্দ্র বর্মণ, সহকারী নির্দেশক আবদুর রাজ্জাক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে