সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। গত পাঁচ দিনে পাঁচ থানায় পাঁচটি মামলা হয়েছে। পাঁচটি উপজেলায় গতকাল রোববার এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৭টা) পর্যন্ত করা ওই সব মামরা ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৬০ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়। সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়।
মামলায় এরই মধ্যে ২০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির দাবি, ঢাকার সমাবেশে অংশ নেওয়া প্রতিহত করতে গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. জালাল উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকার সমাবেশে লোকসমাগম ঠেকানোর জন্য কিশোরগঞ্জ মডেল থানা, হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর ও কুলিয়ারচরে পুলিশ বাদী হয়ে এসব গায়েবি মামলা দিয়েছে। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, সেই ঘটনার কোনো অস্তিত্ব নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বিএনপির নেতাদের দাবি, ঢাকার সমাবেশে যেতে বাধা সৃষ্টি করতেই সরকারের নির্দেশে এসব মামলা করেছে পুলিশ। মামলাগুলোর অভিযোগও হুবহু মিলে যায়।
সর্বশেষ গত শনিবার হোসেনপুর উপজেলায় ককটেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, পুলিশের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর ও চার পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। পরে ২১ জনের নামোল্লেখ এবং ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। একই দিনে কুলিয়ারচর উপজেলায় বিএনপির ২০ নেতা-কর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা হয়। কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের আওয়ামী লীগের কর্মী নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
এর আগে করিমগঞ্জে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ সদস্যকে আহত করা, অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করে ১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বাজিতপুর উপজেলায় গত বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুনসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে ২১ জনের নামোল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ মামলা দেয়।
গত বুধবার রাতে জেলা শহরের শোলাকিয়া এলাকায় পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপের অভিযোগে ১৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, ‘প্রতিটি থানায় মামলা হচ্ছে। এটি সরকারের নতুন প্রকল্প। এগুলো গায়েবি মামলা।আমাদের আন্দোলনে সরকার ভীত। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং নেত্রীর মুক্তির দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে আছি—এ কারণে সরকার ভীত।’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘যেসব ঘটনা ঘটেছে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।’
কিশোরগঞ্জে গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। গত পাঁচ দিনে পাঁচ থানায় পাঁচটি মামলা হয়েছে। পাঁচটি উপজেলায় গতকাল রোববার এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৭টা) পর্যন্ত করা ওই সব মামরা ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৬০ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়। সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়।
মামলায় এরই মধ্যে ২০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিএনপির দাবি, ঢাকার সমাবেশে অংশ নেওয়া প্রতিহত করতে গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. জালাল উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকার সমাবেশে লোকসমাগম ঠেকানোর জন্য কিশোরগঞ্জ মডেল থানা, হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর ও কুলিয়ারচরে পুলিশ বাদী হয়ে এসব গায়েবি মামলা দিয়েছে। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, সেই ঘটনার কোনো অস্তিত্ব নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বিএনপির নেতাদের দাবি, ঢাকার সমাবেশে যেতে বাধা সৃষ্টি করতেই সরকারের নির্দেশে এসব মামলা করেছে পুলিশ। মামলাগুলোর অভিযোগও হুবহু মিলে যায়।
সর্বশেষ গত শনিবার হোসেনপুর উপজেলায় ককটেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, পুলিশের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর ও চার পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। পরে ২১ জনের নামোল্লেখ এবং ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। একই দিনে কুলিয়ারচর উপজেলায় বিএনপির ২০ নেতা-কর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা হয়। কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের আওয়ামী লীগের কর্মী নাজিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
এর আগে করিমগঞ্জে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ সদস্যকে আহত করা, অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করে ১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বাজিতপুর উপজেলায় গত বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুনসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে ২১ জনের নামোল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ মামলা দেয়।
গত বুধবার রাতে জেলা শহরের শোলাকিয়া এলাকায় পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপের অভিযোগে ১৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, ‘প্রতিটি থানায় মামলা হচ্ছে। এটি সরকারের নতুন প্রকল্প। এগুলো গায়েবি মামলা।আমাদের আন্দোলনে সরকার ভীত। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং নেত্রীর মুক্তির দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে আছি—এ কারণে সরকার ভীত।’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘যেসব ঘটনা ঘটেছে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে