আজকের পত্রিকা ডেস্ক
জাপানে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিন গত শুক্রবার বিশ্বনেতাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি ও রাশিয়াকে মোকাবিলার প্রসঙ্গ। এর মধ্যেই গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করতে জাপানে গেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলা চালানোর জন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।
গার্ডিয়ান বলছে, জাপানের স্থানীয় সময় গতকাল বিকেলে ফ্রান্স সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে পৌঁছান জেলেনস্কি। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে
আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা, আরও বেশি সহযোগিতা নিশ্চিত হবে, শান্তি আরও আমাদের নিকটবর্তী হবে।’ এদিকে জেলেনস্কি জাপানে আসার এক দিন আগেই জি৭ নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন আবার নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে নেতারা বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক নিয়ম ও নীতি লঙ্ঘনের জন্য সমগ্র বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে।
আমরা ইউক্রেনের প্রতি আমাদের অটল সমর্থন পুনরায় নিশ্চিত করছি, যত দিন স্থায়ী শান্তি না আসে।’ এ ছাড়া জেলেনস্কির জাপান সফরের এক দিন আগে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে এফ১৬-এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে।
এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জি৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে এবং কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কীভাবে পাওয়া যাবে, এ ব্যাপারে জি৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।
হিরোশিমায় পৌঁছানোর পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন করার পরে ঋষি সুনাক জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ জেলেনস্কির পিঠ চাপড়ে সুনাক বলেন, ‘আপনি পেরেছেন।’
এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিতের কড়া হুঁশিয়ারি জানিয়েছে মস্কো।
জাপানে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিন গত শুক্রবার বিশ্বনেতাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি ও রাশিয়াকে মোকাবিলার প্রসঙ্গ। এর মধ্যেই গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করতে জাপানে গেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলা চালানোর জন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।
গার্ডিয়ান বলছে, জাপানের স্থানীয় সময় গতকাল বিকেলে ফ্রান্স সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে পৌঁছান জেলেনস্কি। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে
আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা, আরও বেশি সহযোগিতা নিশ্চিত হবে, শান্তি আরও আমাদের নিকটবর্তী হবে।’ এদিকে জেলেনস্কি জাপানে আসার এক দিন আগেই জি৭ নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন আবার নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে নেতারা বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক নিয়ম ও নীতি লঙ্ঘনের জন্য সমগ্র বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে।
আমরা ইউক্রেনের প্রতি আমাদের অটল সমর্থন পুনরায় নিশ্চিত করছি, যত দিন স্থায়ী শান্তি না আসে।’ এ ছাড়া জেলেনস্কির জাপান সফরের এক দিন আগে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে এফ১৬-এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে।
এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জি৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে এবং কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কীভাবে পাওয়া যাবে, এ ব্যাপারে জি৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।
হিরোশিমায় পৌঁছানোর পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন করার পরে ঋষি সুনাক জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ জেলেনস্কির পিঠ চাপড়ে সুনাক বলেন, ‘আপনি পেরেছেন।’
এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিতের কড়া হুঁশিয়ারি জানিয়েছে মস্কো।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে