আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ১৬: ০২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের দেড় একর আমন ধানের খেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই কৃষক থানায় মামলা করলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ৩ অক্টোবর রাতে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিশোলা গাড়ি গ্রামের কৃষক হাবিবুর রহমান দেড় একর জমিতে আমন ধানের চাষ করেছেন। তাঁর খেতের ধানের চারায় শিষ আসতে শুরু করেছে। এর মধ্যে ৩ অক্টোবর রাতে তাঁর চাচাতো ভাই রহিদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজনকে সঙ্গে নিয়ে হাবিবুরের ধানখেতে আগাছানাশক ছিটান। এতে তাঁর প্রায় দেড় একর জমির ধান নষ্ট হয়েছে।

হাবিবুর রহমান ৪ অক্টোবর রাজারহাট থানায় রহিদুলসহ পাঁচজনের নামে লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে পুলিশ অভিযোগের সত্যতা পেলে ৬ অক্টোবর মামলা নথিভুক্ত করে। মামলার আসামিরা হলেন রহেদুল ও তাঁর দুই ভাই জায়েদুল ইসলাম এবং খাদেমুল ইসলাম, রহেদুলের ছেলে মনি মিয়া ও স্থানীয় বাসিন্দা হারুন মিয়া। এই ঘটনার রহিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, ‘আগাছানাশক প্রয়োগের মাধ্যমে দেড় একর জমির ফসল পুড়িয়ে ফেলার বিষয়ে মামলাও হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি রহিদুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত