Ajker Patrika

খসে পড়ছে ভবনের পলেস্তারা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
খসে পড়ছে ভবনের পলেস্তারা

জামালপুরের মেলান্দহ সরকারি কলেজ কেন্দ্রে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে স্নাতক (ডিগ্রি) প্রথম বর্ষের পরীক্ষা চলছে। কয়েকটি ভবনের পলেস্তারা খসে পড়ছে। পলেস্তারা খসে পড়া ঠেকাতে কাঠ ও বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। এই অবস্থায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন আতঙ্কে।

মেলান্দহ সরকারি কলেজ প্রশাসনিক সূত্রে জানা যায়, এ কেন্দ্রে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সাতটি কলেজের ৭৫৮  শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মেলান্দহ সরকারি কলেজের বিজ্ঞান ভবন, প্রশাসনিক ভবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনে শেওলা জমে রয়েছে। বিজ্ঞান ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়ছে। বেরিয়ে গেছে ভেতরের রড। পিলারে ফাটল ধরেছে, ভবনের একটি কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়েছে।

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী আরিফ বলেন, ‘পরিত্যক্ত ভবনেই চলছে পরীক্ষা। ছাদ থেকে সিমেন্ট খসে পড়ছে, রড দেখা যাচ্ছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা আতঙ্ক নিয়েই পরীক্ষা দিচ্ছি।’

মেলান্দহ সরকারি কলেজের অধ্যক্ষ হাসান তৌফিক মো. আলী নূর বলেন, তিনটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্লাসরুম না থাকায় জরাজীর্ণ ভবনেই পরীক্ষা নেওয়া হচ্ছে।

জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘কলেজের ভবন জরাজীর্ণ, এটা জানি। নতুন করে দুটি ভবন করা হচ্ছে ক্লাসরুম বাড়ানোর জন্য। সেটি হলেই এ সমস্যা থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত