খাগড়াছড়ি প্রতিনিধি
বিএনপির ডাকা অবরোধে গতকাল মঙ্গলবার অচল ছিল খাগড়াছড়ি। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল সকালে শুরু হওয়া অবরোধে জেলার অভ্যন্তর ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে এই নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই দলের নেতারা। আজ বুধবার সকাল পর্যন্ত অবরোধ চলার কথা।
এর আগে গত শনিবার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার গাড়ি ও বাড়িতে ভাঙচুর এবং নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই অবরোধ ডাকে দলটি। ওয়াদুদ ভূইয়া বলেন, ‘সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে। অবরোধে জনসমর্থন রয়েছে। বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষও বিক্ষুব্ধ। আওয়ামী লীগ মানুষের সমর্থন হারিয়েছে।’
তবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘জনগণ বিএনপির তথাকথিত অবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। রাস্তায় যানবাহন চালিয়েছে। পর্যটকেরা সাজেকে যাতায়াত করেছেন।’
অবরোধের সমর্থনে শহরের ভাঙ্গাব্রিজ ও মহাজনপাড়া এলাকায় টায়ারে আগুন দেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করেন। পুলিশ সেখানে গেলে অবরোধকারীরা পালিয়ে যান। পরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিভিয়ে, গাছের ডাল সরিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পৌর শহরে অটোরিকশা চলাচল বেড়েছে। কর্মস্থল খোলা থাকায় অনেকে হেঁটে কাজে গেছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
অবরোধ কর্মসূচিতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে সাজেকগামী পর্যটকেরা। সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ ছিল। তবে বেলা সাড়ে ১১টায় পুলিশি পাহারায় পর্যটকেরা সাজেকে পৌঁছেন। ঢাকা থেকে আসা পর্যটক সৌরভ সূত্রধর, নাজমুল শেখ জানান, অবরোধের বিষয়টি তাঁদের জানা ছিল না। সকালে গাড়ি থেকে নামার পর জানতে পারেন অবরোধ দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের নিয়ে আসা পর্যটক নাঈম ইসলাম জানান, ‘আমরা ১২ জনের সদস্য বেড়াতে এসেছি। সাজেকে আমাদের দুই রাত যাপন করার জন্য কটেজেও বুকিং দেওয়া আছে। কিন্তু এখন গাড়ি যাচ্ছে না। সকাল থেকে শাপলা চত্বরে ঘুরপাক খাচ্ছি।’
সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, ‘বিএনপির ডাকা অবরোধে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তাই আমরা সাজেকের উদ্দেশে কোনো গাড়ি যেতে দিচ্ছি না। পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন, এটা সত্য। কিন্তু প্রশাসন যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে আমরা গাড়ি ছাড়তে পারব না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন বলেন, ‘অবরোধের মধ্যে পরিবহন শ্রমিকেরা ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছে না। আমাদের গাড়ির কাউন্টারগুলো খোলা রাখলেও টিকিট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়ি ছাড়ব।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, সকাল থেকে অবরোধের কারণে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেদিকে তৎপর ছিল পুলিশ সদস্যরা। জেলা সদরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তিনি আরও বলেন, ‘পর্যটকদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে পুলিশি পাহারায় তাঁদের সাজেক যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় পুলিশি পাহারায় ২১টি পর্যটকগামী গাড়িকে নিরাপত্তা দিয়ে সাজেকে পৌঁছে দেওয়া হয়।’
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর চালানো হয়েছে। বেলা ২টার দিকে মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, মাটিরাঙ্গা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির সহসভাপতি ফরাজিকে হামলা করে আহত করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বিএনপির ওপর হামলা করছে বলে আমার জানা নেই।’
মহালছড়ি প্রতিনিধি জানান, মহালছড়িতে বিএনপির সমর্থকেরা কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করলেও গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ কিছু যানবাহন চলতে দেখা গেছে।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার হাটের দিন হওয়ায় জনসাধারণের জানমালসহ সার্বিক দিক বিবেচনা করে কয়েক ঘণ্টার জন্য অভ্যন্তরীণ কিছু যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রসিদ জানান, সকাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
মাটিরাঙ্গা প্রতিনিধি জানান, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি শহরে যাওয়ার সব রাস্তা অবরোধ করে রাখেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা থেকে খাগড়াছড়িগামী দূরপাল্লার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
অন্যদিকে অবরোধের নামে নাশকতা প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে ছিলেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকারের নেতৃত্বে অবরোধবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করে যুবলীগ।
মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির ডাকা অবরোধে গতকাল মঙ্গলবার অচল ছিল খাগড়াছড়ি। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল সকালে শুরু হওয়া অবরোধে জেলার অভ্যন্তর ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে এই নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই দলের নেতারা। আজ বুধবার সকাল পর্যন্ত অবরোধ চলার কথা।
এর আগে গত শনিবার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার গাড়ি ও বাড়িতে ভাঙচুর এবং নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই অবরোধ ডাকে দলটি। ওয়াদুদ ভূইয়া বলেন, ‘সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে। অবরোধে জনসমর্থন রয়েছে। বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষও বিক্ষুব্ধ। আওয়ামী লীগ মানুষের সমর্থন হারিয়েছে।’
তবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘জনগণ বিএনপির তথাকথিত অবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। রাস্তায় যানবাহন চালিয়েছে। পর্যটকেরা সাজেকে যাতায়াত করেছেন।’
অবরোধের সমর্থনে শহরের ভাঙ্গাব্রিজ ও মহাজনপাড়া এলাকায় টায়ারে আগুন দেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধ করেন। পুলিশ সেখানে গেলে অবরোধকারীরা পালিয়ে যান। পরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিভিয়ে, গাছের ডাল সরিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পৌর শহরে অটোরিকশা চলাচল বেড়েছে। কর্মস্থল খোলা থাকায় অনেকে হেঁটে কাজে গেছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
অবরোধ কর্মসূচিতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে সাজেকগামী পর্যটকেরা। সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ ছিল। তবে বেলা সাড়ে ১১টায় পুলিশি পাহারায় পর্যটকেরা সাজেকে পৌঁছেন। ঢাকা থেকে আসা পর্যটক সৌরভ সূত্রধর, নাজমুল শেখ জানান, অবরোধের বিষয়টি তাঁদের জানা ছিল না। সকালে গাড়ি থেকে নামার পর জানতে পারেন অবরোধ দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যদের নিয়ে আসা পর্যটক নাঈম ইসলাম জানান, ‘আমরা ১২ জনের সদস্য বেড়াতে এসেছি। সাজেকে আমাদের দুই রাত যাপন করার জন্য কটেজেও বুকিং দেওয়া আছে। কিন্তু এখন গাড়ি যাচ্ছে না। সকাল থেকে শাপলা চত্বরে ঘুরপাক খাচ্ছি।’
সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, ‘বিএনপির ডাকা অবরোধে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তাই আমরা সাজেকের উদ্দেশে কোনো গাড়ি যেতে দিচ্ছি না। পর্যটকেরা দুর্ভোগে পড়েছেন, এটা সত্য। কিন্তু প্রশাসন যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে আমরা গাড়ি ছাড়তে পারব না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন বলেন, ‘অবরোধের মধ্যে পরিবহন শ্রমিকেরা ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছে না। আমাদের গাড়ির কাউন্টারগুলো খোলা রাখলেও টিকিট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়ি ছাড়ব।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, সকাল থেকে অবরোধের কারণে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেদিকে তৎপর ছিল পুলিশ সদস্যরা। জেলা সদরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। তিনি আরও বলেন, ‘পর্যটকদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে পুলিশি পাহারায় তাঁদের সাজেক যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় পুলিশি পাহারায় ২১টি পর্যটকগামী গাড়িকে নিরাপত্তা দিয়ে সাজেকে পৌঁছে দেওয়া হয়।’
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর চালানো হয়েছে। বেলা ২টার দিকে মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, মাটিরাঙ্গা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির সহসভাপতি ফরাজিকে হামলা করে আহত করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বিএনপির ওপর হামলা করছে বলে আমার জানা নেই।’
মহালছড়ি প্রতিনিধি জানান, মহালছড়িতে বিএনপির সমর্থকেরা কয়েক জায়গায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করলেও গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ কিছু যানবাহন চলতে দেখা গেছে।
উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার হাটের দিন হওয়ায় জনসাধারণের জানমালসহ সার্বিক দিক বিবেচনা করে কয়েক ঘণ্টার জন্য অভ্যন্তরীণ কিছু যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রসিদ জানান, সকাল থেকে এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।
মাটিরাঙ্গা প্রতিনিধি জানান, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি শহরে যাওয়ার সব রাস্তা অবরোধ করে রাখেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা থেকে খাগড়াছড়িগামী দূরপাল্লার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
অন্যদিকে অবরোধের নামে নাশকতা প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে ছিলেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকারের নেতৃত্বে অবরোধবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করে যুবলীগ।
মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে