আজিজুর রহমান, চৌগাছা
চৌগাছার সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার থামছেই না। চার দিনের ব্যবধানে মানব পাচারের চেষ্টাকালে সোলাইমান হোসেন (৪৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে নিয়ে আসা এক কিশোরীকে উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বর্ণি সীমান্ত থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মানব পাচার আইনে মামলা করেছেন বিজিবির বর্ণি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম মাওলা। তাঁকে গতকাল শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে গত আট মাসে চৌগাছা থানায় ৬টি মানব পাচার মামলা হয়েছে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে এক ডজনের ওপরে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে একত্র করা এক নারী, তাঁর দুই শিশু সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করেন আন্দুলিয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা। সে ঘটনায় বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী ও জহুরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা খবর পান, দালাল চক্র কিছু নারীকে অবৈধভাবে ভারতে পাচার করছে। রাত পৌনে ১০টার দিকে অভিযান চালালে জড়িতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের তাড়া করে বর্ণি গ্রামের মেইন পিলার-৪৬ এর দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বর্ণি বেনাগাড়ি মোড় বটতলা থেকে সোলাইমান হোসেনকে আটক করেন। সোলাইমানের বাড়ি পাশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর বড়বাড়ি গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মামলার এজাহারে বলা হয়েছে, উদ্ধার হওয়া কিশোরীকে ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে তাঁকে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তার হওয়া সোলাইমান হোসেন স্বীকার করেছেন, তিনি দালাল চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব ও অসহায় নারী-পুরুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ভারতে পাচার করে থাকেন। তিনি এ চক্রের একজন সক্রিয় সদস্য।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে করোনা মহামারি শুরুর পর থেকে চৌগাছা সীমান্তের কিছু অসাধু ব্যক্তি ভারতে মানব পাচার এবং অবৈধভাবে দেশে লোক পারাপার করিয়ে আসছেন। অসচ্ছল পরিবারকে লক্ষ করে পাচারকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, কিশোরকে দালালের মাধ্যমে সীমান্তে নিয়ে আসেন। তাঁরা রাতের আঁধারে সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষকে ভারতে পাচার করে দেন। এ ছাড়া পাচারকারীরা টাকার বিনিময়ে অবৈধ অনুপ্রবেশেও সহায়তা করে আসছেন।
গত ৮ জানুয়ারি চৌগাছা সদরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মানব পাচার আইনে মামলা হয়। গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুলাই মাস থেকে গতকাল (৪ মার্চ) শুক্রবার পর্যন্ত চৌগাছা থানায় ছয়টি মানব পাচার মামলা হয়েছে। চলতি বছরের ৫৪ দিনে মামলা হয়েছে তিনটি।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, ছয়টি মানব পাচার মামলায় গ্রেপ্তার হয়েছে একাধিক মানব পাচারকারী। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘মানব পাচার মামলায় পাচারকারী সোলাইমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
চৌগাছার সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার থামছেই না। চার দিনের ব্যবধানে মানব পাচারের চেষ্টাকালে সোলাইমান হোসেন (৪৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় ঢাকার যাত্রাবাড়ী থেকে নিয়ে আসা এক কিশোরীকে উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার বর্ণি সীমান্ত থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মানব পাচার আইনে মামলা করেছেন বিজিবির বর্ণি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম মাওলা। তাঁকে গতকাল শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে গত আট মাসে চৌগাছা থানায় ৬টি মানব পাচার মামলা হয়েছে। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের মামলা হয়েছে এক ডজনের ওপরে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে একত্র করা এক নারী, তাঁর দুই শিশু সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করেন আন্দুলিয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা। সে ঘটনায় বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী ও জহুরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা খবর পান, দালাল চক্র কিছু নারীকে অবৈধভাবে ভারতে পাচার করছে। রাত পৌনে ১০টার দিকে অভিযান চালালে জড়িতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের তাড়া করে বর্ণি গ্রামের মেইন পিলার-৪৬ এর দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বর্ণি বেনাগাড়ি মোড় বটতলা থেকে সোলাইমান হোসেনকে আটক করেন। সোলাইমানের বাড়ি পাশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর বড়বাড়ি গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মামলার এজাহারে বলা হয়েছে, উদ্ধার হওয়া কিশোরীকে ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে তাঁকে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তার হওয়া সোলাইমান হোসেন স্বীকার করেছেন, তিনি দালাল চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব ও অসহায় নারী-পুরুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে ভারতে পাচার করে থাকেন। তিনি এ চক্রের একজন সক্রিয় সদস্য।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালে করোনা মহামারি শুরুর পর থেকে চৌগাছা সীমান্তের কিছু অসাধু ব্যক্তি ভারতে মানব পাচার এবং অবৈধভাবে দেশে লোক পারাপার করিয়ে আসছেন। অসচ্ছল পরিবারকে লক্ষ করে পাচারকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, কিশোরকে দালালের মাধ্যমে সীমান্তে নিয়ে আসেন। তাঁরা রাতের আঁধারে সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষকে ভারতে পাচার করে দেন। এ ছাড়া পাচারকারীরা টাকার বিনিময়ে অবৈধ অনুপ্রবেশেও সহায়তা করে আসছেন।
গত ৮ জানুয়ারি চৌগাছা সদরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মানব পাচার আইনে মামলা হয়। গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুলাই মাস থেকে গতকাল (৪ মার্চ) শুক্রবার পর্যন্ত চৌগাছা থানায় ছয়টি মানব পাচার মামলা হয়েছে। চলতি বছরের ৫৪ দিনে মামলা হয়েছে তিনটি।
চৌগাছা থানা সূত্রে জানা গেছে, ছয়টি মানব পাচার মামলায় গ্রেপ্তার হয়েছে একাধিক মানব পাচারকারী। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘মানব পাচার মামলায় পাচারকারী সোলাইমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে