Ajker Patrika

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ২৯
দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার

দাউদকান্দি উপজেলার এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমনকে (১৮) হত্যা মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের বাসিন্দা ও মামলার ১ নম্বর আসামি মো. নাছির উদ্দিন (৪০) ওরফে মুরগা নাছির, দুই নম্বর আসামি ইয়াছিন (২২), তিন নম্বর আসামি হৃদয় (২৩) এবং নারিকেলতলা গ্রামের বাসিন্দা ও পাঁচ নম্বর আসামি মাইনুদ্দিন (১৮)।

এর আগে গত সোমবার রাতে ইমন খুন হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক সাব্বিরকে (২১) গত বুধবার মামলা হওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারভুক্ত আরেক আসামি হোসেন মিয়াকেও গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি মালাখালা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি গ্রামে এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমনের সঙ্গে একই এলাকার মো. নাছির উদ্দিন (৪০) ওরফে মুরগা নাছির ও তাঁর সহযোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২০ ডিসেম্বর ইমন নারিকেলতলা নুরানি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে যাওয়ার পথে সন্ত্রাসী দল ইমনকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় ইমনের চাচা জামাল হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত