Ajker Patrika

কালভার্টের মাঝখানে গর্ত চলাচলে মানুষের দুর্ভোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০১
কালভার্টের মাঝখানে গর্ত চলাচলে মানুষের দুর্ভোগ

নওগাঁর বদলগাছী উপজেলায় পাকা সড়কের কালভার্ট ভেঙে চলাচলে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ। কালভার্টটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, বদলগাছী উপজেলার মিঠাপুর-গনর্ধ্বপুর পাকা সড়কে সরকারপাড়ার বড় জামে মসজিদের সামনের কালভার্টটির মাঝের অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দূর থেকে গর্তটি অনুমান না হওয়ার প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।

স্থানীয় সরকার পাড়ার বুলবুল, বকুল, সবুজসহ একাধিক ব্যক্তি জানান, ১০ থেকে ১২ দিন আগে সরকারপাড়ার কালভার্টটিতে ফাটল ধরে। অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তাঁরা।

গাড়িচালক গুলজার বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় পর থেকে এ সড়ক দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। দুই কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ বিষয়ে কথা হলে মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) অবগত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভেঙে যাওয়া কালভার্টটি পরিদর্শন করে এসেছি। এডিপির বিশেষ বরাদ্দে দ্রুত কালভার্টটি নতুন করে তৈরি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত