মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)
ঘর ও গৃহস্থালির কাজে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় বাঁশের তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমছে। তারপরও অনেকে বাপ-দাদার এই পেশা ধরে রেখেছেন। আবার অনেকে অন্য পেশায় চলে যাচ্ছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একসময় বাঁশ দিয়ে কুলা, চাটাই, চাঙারি, টুকরি, ওড়া, ডালা, চালুনি, মাছ রাখার খালই, ঝুড়ি ও হাঁস-মুরগির খাঁচাসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। পুরুষদের পাশাপাশি নারীরাও এ কাজে সহায়তা করতেন। স্থানীয় বাজারে বাঁশের তৈরি জিনিস বিক্রি হতো। কিন্তু এ শিল্পের মূল উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাঁদের আয় কমে গেছে। বাঁশ-বেতের কারিগরেরা তাঁদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।
গত শনিবার সাপ্তাহিক ঝিটকার হাটে আসা শ্রীদাম মনিরীশি বলেন, ৪০ বছর ধরে পারিবারিক পেশা হিসেবে বাঁশ আর বেতের কাজ করে সংসার চালাচ্ছি। এ কাজে আমার স্ত্রী সহায়তা করে। এখন প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় বাঁশ বেতের জিনিসের বিক্রি কমে গেছে। আবার বাঁশের দাম বাড়ায় আমাদের আয় অনেক কমে গেছে।
মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই এলাকার কানাই মনিরীশি বলেন, পাঁচটা ধামা নিয়ে ঝিটকা হাটে আসছি। হাটে বেচি আবার অনেক সময় বাড়ি থেকেও বিক্রি হয়। এ হাটে ৩০ থেকে ৪০ বছর বাঁশ আর বেতের জিনিস বিক্রি করছি।
মাছের ঝাঁকা কিনতে আসা জামাল হোসেন বলেন, মাছ ধরে সংসার চালাই। বছরে দুই-তিনবার ঝাঁকা কেনা লাগে। ঝিটকার হাটে পাওয়া যায়, দামও কম।
ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, ‘ঝিটকা বাজারে মানিকগঞ্জ জেলার বাইরেও ফরিদপুর, ঢাকার দোহার, নবাবগঞ্জ, ধামরাই উপজেলার ক্রেতা-বিক্রেতারা আসেন। ঝিটকার হাটে বাঁশের তৈরি জিনিসের কদর রয়েছে। লাখ টাকার বেশি বাঁশ, বেতের তৈরি জিনিস বিক্রি হয় এ হাটে।’
ঘর ও গৃহস্থালির কাজে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় বাঁশের তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমছে। তারপরও অনেকে বাপ-দাদার এই পেশা ধরে রেখেছেন। আবার অনেকে অন্য পেশায় চলে যাচ্ছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একসময় বাঁশ দিয়ে কুলা, চাটাই, চাঙারি, টুকরি, ওড়া, ডালা, চালুনি, মাছ রাখার খালই, ঝুড়ি ও হাঁস-মুরগির খাঁচাসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হতো। পুরুষদের পাশাপাশি নারীরাও এ কাজে সহায়তা করতেন। স্থানীয় বাজারে বাঁশের তৈরি জিনিস বিক্রি হতো। কিন্তু এ শিল্পের মূল উপকরণ বাঁশের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাঁদের আয় কমে গেছে। বাঁশ-বেতের কারিগরেরা তাঁদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন।
গত শনিবার সাপ্তাহিক ঝিটকার হাটে আসা শ্রীদাম মনিরীশি বলেন, ৪০ বছর ধরে পারিবারিক পেশা হিসেবে বাঁশ আর বেতের কাজ করে সংসার চালাচ্ছি। এ কাজে আমার স্ত্রী সহায়তা করে। এখন প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় বাঁশ বেতের জিনিসের বিক্রি কমে গেছে। আবার বাঁশের দাম বাড়ায় আমাদের আয় অনেক কমে গেছে।
মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই এলাকার কানাই মনিরীশি বলেন, পাঁচটা ধামা নিয়ে ঝিটকা হাটে আসছি। হাটে বেচি আবার অনেক সময় বাড়ি থেকেও বিক্রি হয়। এ হাটে ৩০ থেকে ৪০ বছর বাঁশ আর বেতের জিনিস বিক্রি করছি।
মাছের ঝাঁকা কিনতে আসা জামাল হোসেন বলেন, মাছ ধরে সংসার চালাই। বছরে দুই-তিনবার ঝাঁকা কেনা লাগে। ঝিটকার হাটে পাওয়া যায়, দামও কম।
ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, ‘ঝিটকা বাজারে মানিকগঞ্জ জেলার বাইরেও ফরিদপুর, ঢাকার দোহার, নবাবগঞ্জ, ধামরাই উপজেলার ক্রেতা-বিক্রেতারা আসেন। ঝিটকার হাটে বাঁশের তৈরি জিনিসের কদর রয়েছে। লাখ টাকার বেশি বাঁশ, বেতের তৈরি জিনিস বিক্রি হয় এ হাটে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে