এস এস শোহান, বাগেরহাট
বাগেরহাটে অর্ধশত বছর বয়সী মৃত একটি শিরীষগাছের ওপরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন রাখার রেহালের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। নান্দনিক এই প্রতিকৃতি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আসছেন এখানে। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই প্রতিকৃতি তৈরি করেছেন সদ্যবিদায়ী চেয়ারম্যান এম এ মতিন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন এম এ মতিন। এরপর ইউনিয়ন পরিষদ চত্বরে আধুনিক মসজিদ, কমিউনিটি সেন্টার, ইউনিয়ন পরিষদের ম্যাপ, শহীদ মিনারসহ নানা স্থাপনা তৈরি করেন তিনি। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা অর্ধশত বছর বয়সী একটি শিরীষগাছ মারা যায়।
বিশালাকৃতির গাছটি বিক্রি না করে সৃজনশীল কিছু করার উদ্যোগ নেন চেয়ারম্যান। পরিষদের সকল সদস্যের সম্মতিতে ২০২০ সালের জানুয়ারি মাসে গাছের ওপর আল কোরআনের রেহালের প্রতিকৃতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা ও বরিশাল এলাকার পাঁচজন কাঠমিস্ত্রি নয় মাসের চেষ্টায় তৈরি করেন ১৫ ফুট উচ্চতার রেহাল। এঁদের সঙ্গে কয়েকজন রাজ মিস্ত্রিও কিছুদিন কাজ করেছেন।
নান্দনিক রেহালটিতে কোরআনের দুটি আয়াত, কালিমায়ে তাইয়্যেবা এবং কালিমায়ে শাহাদত লেখা রয়েছে। গাছের চারপাশে ঘিরে মারবেল পাথর দেওয়া হয়েছে। সুসজ্জিত আলোক সজ্জায় রাতে রেহালের সৌন্দর্য উপভোগ করা যায়। প্রতিদিন দূরদূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন রেহাল দেখতে।
যাত্রাপুর ইউনিয়ন জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, সদ্যবিদায়ী ইউপি চেয়ারম্যান পরিষদ চত্বর অনেক অর্থবহ করে সাজিয়েছেন। চত্বরে একটি মসজিদ, কমিউনিটি সেন্টার, ম্যাপ ও পরিষদের প্রবেশদ্বারে একটি আধুনিক গেট তৈরি করেছেন। সর্বশেষ শিরীষগাছের ওপর আল কোরআনের রেহালের একটি প্রতিকৃতি তৈরি করেছেন।
কচুয়া থেকে রেহাল দেখতে আসা সাইদুর রহমান বলেন, স্থাপনাটির রং, লেখা ও নির্মাণশৈলী তাঁদের মুগ্ধ করেছে। কাঠের ওপর এমন আকর্ষণীয় নির্মাণশৈলী সহজে দেখা যায় না।
যাত্রাপুর বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, প্রতিদিন অনেক মানুষ রেহাল দেখতে আসেন। তাঁদের খুবই ভালো লাগে।
রেহাল দেখতে আসা শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘কাঠের ওপর এত সুন্দর প্রতিকৃতি হয়, এখানে না আসলে তা বুঝতাম না।’
সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন বলেন, পরিষদ চত্বরে মসজিদের সামনের মারা যাওয়া শিরীষগাছটিকে সৃজনশীল কাজে লাগানোর চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে সবার সম্মতিতে সৌদি আরবের কোরআন গেটের আদলে কোরআনের রেহালের প্রতিকৃতি নির্মাণ করেন। ৫-৬ জন শ্রমিক ৮-৯ মাস চেষ্টা করে এই রেহাল তৈরি করেন। এই কাজ শেষ করতে পেরে তিনি আনন্দিত।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বেগ এমদাদুল হক বলেন, বিদায়ী চেয়ারম্যান এম এ মতিন ইউনিয়ন পরিষদকে অনেক ভালোভাবে সাজিয়েছেন। কাঠ দিয়ে রেহাল তৈরির ফলে পরিষদের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
বাগেরহাটে অর্ধশত বছর বয়সী মৃত একটি শিরীষগাছের ওপরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন রাখার রেহালের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। নান্দনিক এই প্রতিকৃতি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আসছেন এখানে। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই প্রতিকৃতি তৈরি করেছেন সদ্যবিদায়ী চেয়ারম্যান এম এ মতিন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হন এম এ মতিন। এরপর ইউনিয়ন পরিষদ চত্বরে আধুনিক মসজিদ, কমিউনিটি সেন্টার, ইউনিয়ন পরিষদের ম্যাপ, শহীদ মিনারসহ নানা স্থাপনা তৈরি করেন তিনি। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা অর্ধশত বছর বয়সী একটি শিরীষগাছ মারা যায়।
বিশালাকৃতির গাছটি বিক্রি না করে সৃজনশীল কিছু করার উদ্যোগ নেন চেয়ারম্যান। পরিষদের সকল সদস্যের সম্মতিতে ২০২০ সালের জানুয়ারি মাসে গাছের ওপর আল কোরআনের রেহালের প্রতিকৃতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা ও বরিশাল এলাকার পাঁচজন কাঠমিস্ত্রি নয় মাসের চেষ্টায় তৈরি করেন ১৫ ফুট উচ্চতার রেহাল। এঁদের সঙ্গে কয়েকজন রাজ মিস্ত্রিও কিছুদিন কাজ করেছেন।
নান্দনিক রেহালটিতে কোরআনের দুটি আয়াত, কালিমায়ে তাইয়্যেবা এবং কালিমায়ে শাহাদত লেখা রয়েছে। গাছের চারপাশে ঘিরে মারবেল পাথর দেওয়া হয়েছে। সুসজ্জিত আলোক সজ্জায় রাতে রেহালের সৌন্দর্য উপভোগ করা যায়। প্রতিদিন দূরদূরান্ত থেকে মুসল্লি ও দর্শনার্থীরা আসেন রেহাল দেখতে।
যাত্রাপুর ইউনিয়ন জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, সদ্যবিদায়ী ইউপি চেয়ারম্যান পরিষদ চত্বর অনেক অর্থবহ করে সাজিয়েছেন। চত্বরে একটি মসজিদ, কমিউনিটি সেন্টার, ম্যাপ ও পরিষদের প্রবেশদ্বারে একটি আধুনিক গেট তৈরি করেছেন। সর্বশেষ শিরীষগাছের ওপর আল কোরআনের রেহালের একটি প্রতিকৃতি তৈরি করেছেন।
কচুয়া থেকে রেহাল দেখতে আসা সাইদুর রহমান বলেন, স্থাপনাটির রং, লেখা ও নির্মাণশৈলী তাঁদের মুগ্ধ করেছে। কাঠের ওপর এমন আকর্ষণীয় নির্মাণশৈলী সহজে দেখা যায় না।
যাত্রাপুর বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বলেন, প্রতিদিন অনেক মানুষ রেহাল দেখতে আসেন। তাঁদের খুবই ভালো লাগে।
রেহাল দেখতে আসা শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘কাঠের ওপর এত সুন্দর প্রতিকৃতি হয়, এখানে না আসলে তা বুঝতাম না।’
সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন বলেন, পরিষদ চত্বরে মসজিদের সামনের মারা যাওয়া শিরীষগাছটিকে সৃজনশীল কাজে লাগানোর চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে সবার সম্মতিতে সৌদি আরবের কোরআন গেটের আদলে কোরআনের রেহালের প্রতিকৃতি নির্মাণ করেন। ৫-৬ জন শ্রমিক ৮-৯ মাস চেষ্টা করে এই রেহাল তৈরি করেন। এই কাজ শেষ করতে পেরে তিনি আনন্দিত।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বেগ এমদাদুল হক বলেন, বিদায়ী চেয়ারম্যান এম এ মতিন ইউনিয়ন পরিষদকে অনেক ভালোভাবে সাজিয়েছেন। কাঠ দিয়ে রেহাল তৈরির ফলে পরিষদের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪