কোরআনের সর্বশেষ ৩ সুরার ফজিলত

মাওলানা ইসমাইল নাজিম
Thumbnail image

পবিত্র কোরআনের সর্বশেষ তিনটি সুরা (ইখলাস, ফালাক ও নাস)-কে তিন কুল বলা হয়। এই তিন সুরার শুরুতে আরবি ‘কুল’ শব্দ থাকার কারণে এই নামে ডাকা হয়। এই তিনটি সুরা পাঠ করার অসংখ্য ফজিলতের কথা হাদিসে এসেছে। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর এবং ঘুমানোর সময় এই তিনটি সুরা পাঠ করলে যাবতীয় অনিষ্ট থেকে মুক্ত থাকার কথা বলেছেন মহানবী (সা.)।

মুআজ ইবনে আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, এক বর্ষণমুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুলুল্লাহ (সা.)-কে খুঁজছিলাম। আমরা তাঁকে পেয়ে গেলাম। তিনি বললেন, ‘বলো’। আমি কিছুই বললাম না। ফের তিনি বললেন, ‘বলো’। আমি কিছুই বললাম না। তিনি আবারও বললেন, ‘বলো’। তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল, ‘কী বলব?’ তিনি বললেন, ‘তুমি সন্ধ্যায় ও সকালে তিনবার সুরা ইখলাস, সুরা নাস ও ফালাক পড়বে; এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে।’ (আবু দাউদ: ৫০৮২)

ঘুমানোর আগে তিন কুল পড়ে ফুঁক দিয়ে শরীরে হাত বোলানোর কথাও হাদিসে এসেছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, প্রতি রাতে নবী (সা.) বিছানায় যাওয়ার আগে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে দুই হাত একত্র করে হাতে ফুঁ দিয়ে যত দূর সম্ভব সমস্ত শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তাঁর দেহের সম্মুখভাগের ওপর হাত বোলাতেন এবং তিনবার এরূপ করতেন। (বুখারি: ৫০১৭)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত