আজকের পত্রিকা ডেস্ক
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। খবর প্রতিনিধিদের পাঠানো।
শেরপুর: শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এ সময় ডিসি বলেন, জাতীয় সমাজসেবা দিবস আন্তর্জাতিক দিবস না হলেও এর তাৎপর্য সর্বজনীন ও বিশ্বময়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সুফল পাচ্ছে। সেই সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয় তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক মো. হায়দার আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এরশাদ আলী, আয়নাল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে ২ লাখ ৭০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ২টি হুইল চেয়ার, তিনজন ইউনিয়ন সমাজকর্মী ও একজন সমাজসেবা কর্মকর্তার মাঝে বর্ষসেরা পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল-মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
দুর্গাপুর: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ হয়েছে। ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ। সভা শেষে দুরারোগ্য রোগে আক্রান্ত ৫ জনকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকার চেক বিতরণ করেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান।
বারহাট্টা: বারহাট্টা উপজেলায় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্রের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বারহাট্টা উপজেলার চেয়ারম্যান মাইনুল হক কাশেম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুক।
‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শেরপুর, জামালপুর ও নেত্রকোনার বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। খবর প্রতিনিধিদের পাঠানো।
শেরপুর: শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ। এ সময় ডিসি বলেন, জাতীয় সমাজসেবা দিবস আন্তর্জাতিক দিবস না হলেও এর তাৎপর্য সর্বজনীন ও বিশ্বময়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সুফল পাচ্ছে। সেই সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয় তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক মো. হায়দার আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এরশাদ আলী, আয়নাল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা শেষে ২ লাখ ৭০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ২টি হুইল চেয়ার, তিনজন ইউনিয়ন সমাজকর্মী ও একজন সমাজসেবা কর্মকর্তার মাঝে বর্ষসেরা পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল-মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
দুর্গাপুর: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ হয়েছে। ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ। সভা শেষে দুরারোগ্য রোগে আক্রান্ত ৫ জনকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকার চেক বিতরণ করেন ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান।
বারহাট্টা: বারহাট্টা উপজেলায় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্রের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বারহাট্টা উপজেলার চেয়ারম্যান মাইনুল হক কাশেম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুক।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে