নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এবার নিজ সংগঠনের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মারধরের পর আমিনুল ইসলাম সবুজ নামের ওই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাকির হোসেনের দেওয়া কয়েকটি থাপ্পড়ের কারণে তিনি কানে শুনছেন না বলে জানিয়েছেন।
আমিনুল ইসলাম মহানগরীর গ্যালাক্সি ম্যাট ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নজর এলে তিনি ক্ষুব্ধ হন। আমিনুল যাতে তাঁকে কল দেন, এ কথা আরেকজনের মাধ্যমে জানান। রাত ১২টার দিকে জাকিরকে ফোন দেন আমিনুলকে। তখন গালাগাল করেন জাকির হোসেন।
আমিনুল বলেন, জেলা ছাত্রলীগের একজন শীর্ষ নেতা যে ভাষায় কথা বলেছেন, এটি কল্পনাও করা যায় না। ফোনালাপের অধিকাংশ সময় তিনি গালিগালাজ করেন।
আমিনুল আরও বলেন, গতকাল সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান তিনি। তাঁকে সামনে পেয়ে জাকির তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রকাশ্যে কিল-ঘুষি-থাপ্পড় মারতে থাকেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি বলেন, ‘আমিনুল একটু বেয়াদবি করেছিল। সে জন্য একটা থাপ্পড় দিয়েছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি প্রমাণিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এক এইচএসসি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেন জাকির হোসেন। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এবার নিজ সংগঠনের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
মারধরের পর আমিনুল ইসলাম সবুজ নামের ওই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাকির হোসেনের দেওয়া কয়েকটি থাপ্পড়ের কারণে তিনি কানে শুনছেন না বলে জানিয়েছেন।
আমিনুল ইসলাম মহানগরীর গ্যালাক্সি ম্যাট ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নজর এলে তিনি ক্ষুব্ধ হন। আমিনুল যাতে তাঁকে কল দেন, এ কথা আরেকজনের মাধ্যমে জানান। রাত ১২টার দিকে জাকিরকে ফোন দেন আমিনুলকে। তখন গালাগাল করেন জাকির হোসেন।
আমিনুল বলেন, জেলা ছাত্রলীগের একজন শীর্ষ নেতা যে ভাষায় কথা বলেছেন, এটি কল্পনাও করা যায় না। ফোনালাপের অধিকাংশ সময় তিনি গালিগালাজ করেন।
আমিনুল আরও বলেন, গতকাল সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান তিনি। তাঁকে সামনে পেয়ে জাকির তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রকাশ্যে কিল-ঘুষি-থাপ্পড় মারতে থাকেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি বলেন, ‘আমিনুল একটু বেয়াদবি করেছিল। সে জন্য একটা থাপ্পড় দিয়েছি।’
জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি প্রমাণিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এক এইচএসসি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেন জাকির হোসেন। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে