ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে পেটালেন জেলা সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩: ০৩

রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এবার নিজ সংগঠনের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নগরীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

মারধরের পর আমিনুল ইসলাম সবুজ নামের ওই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাকির হোসেনের দেওয়া কয়েকটি থাপ্পড়ের কারণে তিনি কানে শুনছেন না বলে জানিয়েছেন।

আমিনুল ইসলাম মহানগরীর গ্যালাক্সি ম্যাট ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি। 
একাধিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নজর এলে তিনি ক্ষুব্ধ হন। আমিনুল যাতে তাঁকে কল দেন, এ কথা আরেকজনের মাধ্যমে জানান। রাত ১২টার দিকে জাকিরকে ফোন দেন আমিনুলকে। তখন গালাগাল করেন জাকির হোসেন।

আমিনুল বলেন, জেলা ছাত্রলীগের একজন শীর্ষ নেতা যে ভাষায় কথা বলেছেন, এটি কল্পনাও করা যায় না। ফোনালাপের অধিকাংশ সময় তিনি গালিগালাজ করেন। 
আমিনুল আরও বলেন, গতকাল সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান তিনি। তাঁকে সামনে পেয়ে জাকির তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রকাশ্যে কিল-ঘুষি-থাপ্পড় মারতে থাকেন।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি বলেন, ‘আমিনুল একটু বেয়াদবি করেছিল। সে জন্য একটা থাপ্পড় দিয়েছি।’ 

জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি প্রমাণিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানানো হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

২৬ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এক এইচএসসি শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করেন জাকির হোসেন। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত