Ajker Patrika

বনের কাঠ ইটভাটায়

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
বনের কাঠ ইটভাটায়

শেরপুরের শ্রীবরদীতে পরিবেশ ধ্বংস করে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। বন বিভাগের রেঞ্জ ও বিট কর্মকর্তার সঙ্গে যোগসাজশে রাতে গাড়িবোঝাই কাঠ ইটভাটাগুলোতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নীরব ভূমিকা পালন করছেন প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুছ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে অভিযান পরিচালনা করে অসাধু ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’ একই কথা জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ বলেন, ‘ইটভাটাগুলোতে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো ইটভাটায় কাঠ পোড়ালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চলতি মৌসুমে কয়লার মূল্যবৃদ্ধি পাওয়ায় ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে বনাঞ্চলের কাঠ। এ সুযোগে একশ্রেণির কাঠ পাচারকারী সরকারি বনাঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে নির্বিচারে পরিবেশ ধ্বংস করে গাছ কেটে বিক্রি করছে ইটভাটায়। সন্ধ্যা হলে শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাঠবোঝাই ট্রাক, মিনি ট্রাক, ট্রলি শ্রীবরদী পৌরসভার প্রধান সড়ক দিয়ে শেরপুর, বকশীগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

ট্রলিচালক ইব্রাহিম জানান, কাঠবোঝাই ট্রলিটি শেরপুরের আখের মাহমুদ বাজারে অবস্থিত মোহাম্মদ আলী হাজির ইটভাটায় যাচ্ছে। কাঠ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এবার কাঠের ব্যবসা ভালো। অধিকাংশ ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমাদের বাগান এলাকায় প্রতিদিন টহল চলমান। তবে মানুষের বাড়ি ও ব্যক্তিগত বাগান থেকে কিছু গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে আমাদের টহল জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত