চৌদ্দগ্রাম প্রতিনিধি
সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কমিয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারেও ভোজ্যতেলের দাম সংশোধিত হয়েছে। এ ছাড়া কিছু কারণে দেশের বিভিন্ন বৃহৎ পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রামগঞ্জের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তাঁরা কয়েক ধাপ পেরিয়ে তুলনামূলক বড় দোকানিদের কাছ থেকে তেল কেনেন। সেসব দোকানি এখনো বাজারে সংকটের কথা বলছেন। আগেই কেনা হয়েছে—এই অজুহাতে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা বলছেন, গ্রামগঞ্জের বাজার তদারক না করলে রমজান মাসে দাম কেমন হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল সুপার কেজি ১৬৫ টাকা, পাম অয়েল ১৫০ টাকা, সয়াবিন ১৭০ টাকা, চিনি ৭৫ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) ৭০ টাকা, ছোলা (মিয়ানমার) ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৮ টাকা, দেশি পেঁয়াজ ৩২ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চৌদ্দগ্রাম বাজারের সাহা অ্যান্ড সন্সের মালিক বিপ্লব সাহা বলেন, ‘সরকার ভ্যাট প্রত্যাহার করেছে। আমরা ক্রেতাদের সেই সুবিধা দিতে পারছি না। কারণ, সয়াবিন তেল নিয়ে মিলমালিকেরা বাজারে সংকটের কথা বলছেন। সরকারকে অবশ্যই মিলমালিকদের প্রতি নজর দিতে হবে। আমরা তৃতীয় পক্ষ হিসেবে সয়াবিন তেল কিনি। বড় ব্যবসায়ীরা কিনে তেল মজুত করে রাখেন। সেখান থেকে আমাদের বাড়তি দামে কিনতে হয়।’
আলী আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘শুনেছি, সরকার ভ্যাট প্রত্যাহার করেছে, কিন্তু এর সুবিধা আমরা পাচ্ছি না। দোকানিদের দাবি, তাঁরা এখনো আগের কেনা পণ্য বিক্রি করছেন।’
মুক্তল হোসেন পাটোয়ারী অ্যান্ড সন্সের মালিক শফিক পাটোয়ারী বলেন, ‘মিলমালিকেরা আমাদের ভ্যাটের সুবিধা দিচ্ছেন না। তাঁরা বলছেন, ৫ মার্চ কেনা তেল আমাদের গতকালও সরবরাহ করেছে। বাজারে বর্তমানে ফ্রেশ কোম্পানির সয়াবিন তেল পাচ্ছি না। অন্যান্য কোম্পানির তেলও সংকট রয়েছে। মিলমালিক ও ডিলারদের প্রতি সরকার নজরদারি বাড়ালেই সাধারণ ক্রেতারা ভ্যাট প্রত্যাহারের সুবিধা ভোগ করতে পারবেন।’
বাজার তদারকের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বাজার কঠিনভাবে তদারক করা হচ্ছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কমিয়েছে। সেই সঙ্গে বিশ্ববাজারেও ভোজ্যতেলের দাম সংশোধিত হয়েছে। এ ছাড়া কিছু কারণে দেশের বিভিন্ন বৃহৎ পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু চৌদ্দগ্রামের বিভিন্ন গ্রামগঞ্জের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তাঁরা কয়েক ধাপ পেরিয়ে তুলনামূলক বড় দোকানিদের কাছ থেকে তেল কেনেন। সেসব দোকানি এখনো বাজারে সংকটের কথা বলছেন। আগেই কেনা হয়েছে—এই অজুহাতে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা বলছেন, গ্রামগঞ্জের বাজার তদারক না করলে রমজান মাসে দাম কেমন হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল সুপার কেজি ১৬৫ টাকা, পাম অয়েল ১৫০ টাকা, সয়াবিন ১৭০ টাকা, চিনি ৭৫ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) ৭০ টাকা, ছোলা (মিয়ানমার) ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৮ টাকা, দেশি পেঁয়াজ ৩২ টাকা কেজি বিক্রি হচ্ছে।
চৌদ্দগ্রাম বাজারের সাহা অ্যান্ড সন্সের মালিক বিপ্লব সাহা বলেন, ‘সরকার ভ্যাট প্রত্যাহার করেছে। আমরা ক্রেতাদের সেই সুবিধা দিতে পারছি না। কারণ, সয়াবিন তেল নিয়ে মিলমালিকেরা বাজারে সংকটের কথা বলছেন। সরকারকে অবশ্যই মিলমালিকদের প্রতি নজর দিতে হবে। আমরা তৃতীয় পক্ষ হিসেবে সয়াবিন তেল কিনি। বড় ব্যবসায়ীরা কিনে তেল মজুত করে রাখেন। সেখান থেকে আমাদের বাড়তি দামে কিনতে হয়।’
আলী আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘শুনেছি, সরকার ভ্যাট প্রত্যাহার করেছে, কিন্তু এর সুবিধা আমরা পাচ্ছি না। দোকানিদের দাবি, তাঁরা এখনো আগের কেনা পণ্য বিক্রি করছেন।’
মুক্তল হোসেন পাটোয়ারী অ্যান্ড সন্সের মালিক শফিক পাটোয়ারী বলেন, ‘মিলমালিকেরা আমাদের ভ্যাটের সুবিধা দিচ্ছেন না। তাঁরা বলছেন, ৫ মার্চ কেনা তেল আমাদের গতকালও সরবরাহ করেছে। বাজারে বর্তমানে ফ্রেশ কোম্পানির সয়াবিন তেল পাচ্ছি না। অন্যান্য কোম্পানির তেলও সংকট রয়েছে। মিলমালিক ও ডিলারদের প্রতি সরকার নজরদারি বাড়ালেই সাধারণ ক্রেতারা ভ্যাট প্রত্যাহারের সুবিধা ভোগ করতে পারবেন।’
বাজার তদারকের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বাজার কঠিনভাবে তদারক করা হচ্ছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু অসাধু ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে