বিনোদন ডেস্ক
আসছে ঋতাভরী চক্রবর্তীর নতুন সিনেমা ‘ফাটাফাটি’। এক স্থূলকায় বা প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ঋতাভরীর নায়ক আবির চট্টোপাধ্যায়। শনিবার মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান ‘জানি অকারণ’। এ গানে আবির ও ঋতাভরীর রসায়ন মন কেড়েছে দর্শকদের। গানটি পছন্দ করার জন্য ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরী। সেই সঙ্গে জানিয়েছেন, এ সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমার জন্য ওজন বাড়ানো নতুন ঘটনা নয়। তবে টালিউডে এমনটা আগে বিশেষ দেখা যায়নি।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের ভোলবদলের এই সফরের কথা জানিয়েছেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্য দিয়ে গেলাম। আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো সিনেমার কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন ওজন কমাই। এরপর ফাটাফাটির অফার আসে। আর এই স্ক্রিপ্ট সবকিছু পাল্টে দেয়।’
ফাটাফাটি সিনেমার জন্য আবারও ওজন বাড়ান তিনি। ঋতাভরী লিখেছেন, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি, বুঝে গিয়েছিলাম যে এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয়ের জন্য আবার আমাকে ওজন বাড়াতে হবে। আমাকে অন্য সব সিনেমার অফারও হারাতে হবে তত দিন পর্যন্ত, যত দিন না আবার ওজন কমাচ্ছি। তবে কিছু কিছু গল্প থাকে, যার জন্য এত ত্যাগ স্বীকার করা যায়।’ এ সিনেমার গল্পে বডি শেমিংয়ের বিপক্ষে সরব হতে দেখা যাবে ঋতাভরীকে। অসুস্থতার কারণে ওজন বাড়ার পর বাস্তবজীবনেও তাঁকে এ ধরনের নেতিবাচক কথাবার্তা শুনতে হয়েছে।
ঋতাভরী বলেন, ‘আমি সব সময় বডি শেমিংয়ের বিপক্ষে ছিলাম। এ সিনেমায়ও সেই সব পুরুষ বা নারীর হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি যেহেতু স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সএল—সব ধরনের আকারেই ছিলাম, তাই জানি যে বাইরে আপনি কেমন দেখতে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভেতরটা কেমন।’
অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফাটাফাটি’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ মে।
আসছে ঋতাভরী চক্রবর্তীর নতুন সিনেমা ‘ফাটাফাটি’। এক স্থূলকায় বা প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ঋতাভরীর নায়ক আবির চট্টোপাধ্যায়। শনিবার মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান ‘জানি অকারণ’। এ গানে আবির ও ঋতাভরীর রসায়ন মন কেড়েছে দর্শকদের। গানটি পছন্দ করার জন্য ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরী। সেই সঙ্গে জানিয়েছেন, এ সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমার জন্য ওজন বাড়ানো নতুন ঘটনা নয়। তবে টালিউডে এমনটা আগে বিশেষ দেখা যায়নি।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের ভোলবদলের এই সফরের কথা জানিয়েছেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্য দিয়ে গেলাম। আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো সিনেমার কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন ওজন কমাই। এরপর ফাটাফাটির অফার আসে। আর এই স্ক্রিপ্ট সবকিছু পাল্টে দেয়।’
ফাটাফাটি সিনেমার জন্য আবারও ওজন বাড়ান তিনি। ঋতাভরী লিখেছেন, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি, বুঝে গিয়েছিলাম যে এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয়ের জন্য আবার আমাকে ওজন বাড়াতে হবে। আমাকে অন্য সব সিনেমার অফারও হারাতে হবে তত দিন পর্যন্ত, যত দিন না আবার ওজন কমাচ্ছি। তবে কিছু কিছু গল্প থাকে, যার জন্য এত ত্যাগ স্বীকার করা যায়।’ এ সিনেমার গল্পে বডি শেমিংয়ের বিপক্ষে সরব হতে দেখা যাবে ঋতাভরীকে। অসুস্থতার কারণে ওজন বাড়ার পর বাস্তবজীবনেও তাঁকে এ ধরনের নেতিবাচক কথাবার্তা শুনতে হয়েছে।
ঋতাভরী বলেন, ‘আমি সব সময় বডি শেমিংয়ের বিপক্ষে ছিলাম। এ সিনেমায়ও সেই সব পুরুষ বা নারীর হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি যেহেতু স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সএল—সব ধরনের আকারেই ছিলাম, তাই জানি যে বাইরে আপনি কেমন দেখতে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভেতরটা কেমন।’
অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফাটাফাটি’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ মে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে