মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ বছরের শুরুতে হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে সময়নুযায়ী হয়নি। নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার। এই সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন বলে দল থেকে জানা গেছে। সম্মেলন উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এবার সম্মেলনের আয়োজন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম বলে জানিয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু। আজকের পত্রিকার জেলা প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে সম্মেলন নিয়ে নানা দিক তিনি তুলে ধরেন। ব্যতিক্রম কি থাকছে এই সম্মেলন ঘিরে?
এমন প্রশ্নে পঙ্কজ কণ্ডু জানান, প্রথমত মাগুরা জেলা আওয়ামী লীগে কোনো দ্বিধা বিভক্তি নেই। দ্বিতীয়ত, কোনো পোস্টার, ব্যানার, লিফলেট কারও ব্যক্তি নামে প্রচার এবার নিষেধ। যে কোনো পর্যায়ের নেতাকে এটা মেনে চলতে নির্দেশনা দেওয়া আছে। দলের সিদ্ধান্তে এই নিয়ম করা হয়েছে। যে কারণে কারও ব্যক্তিগত প্রচার এবার নেই। আওয়ামী লীগের জেলা কমিটি থেকেই সব প্রচার করা হচ্ছে। এটা দলের মাঝে ঐক্যর বহিপ্রকাশ।
পঙ্কজ কণ্ডু আরও জানান, বাংলাদেশে একমাত্র মাগুরাতে প্রথম এমন সম্মেলন হতে যাচ্ছে। যেখানে কোনো নেতার ব্যক্তিগত প্রচার করা নিষেধ করা হয়েছে। আওয়ামী লীগের প্রচার ছাড়া কোনো প্রচার রাখা হয়নি।
সম্মেলন নিয়ে পঙ্কজ কণ্ডু বলেন, ‘নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেটা কোনো কোন্দল করে নয়। সবাইকে আওয়ামী লীগের দিকে অনুরক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ জনতার দল। ভবিষ্যতে শক্ত নেতৃত্ব আনতে আমরা চেষ্টা করছি। আর দলে কোনো হাইব্রিড নেতার আগমন সম্পর্কে আমরা সচেতন আছি। কর্মীবান্ধব আওয়ামী লীগের ধারাবাহিকতা আমরা ধরে রাখব। নেত্রী যে নির্দেশ দেবেন তা নিয়েই আমরা দল পরিচালনা করব।’
দলটি থেকে জানা যায়, আগামীকালের দ্বিবার্ষিক-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন থেকে হাজারো কর্মীরা শহরের নোমানী ময়দানে জড়ো হবে। সেখানে সম্মেলনের জন্য প্যান্ডেল করা হয়েছে। এ ছাড়া শহরের প্রবেশ মুখ ঢাকা রোড এলাকা থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়েছে।
ত্রিবার্ষিকী সম্মেলন কমিটি থেকে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আইনজীবী আমিরুল আলম মিলন এমপি, আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা এমপি, সদস্য ও এমপি আইনজীবী গ্লোরিয়া সরকার ঝর্না, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আইনজীবী সাউফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সাংসদ শ্রী বীরেন শিকদার।
সম্মেলনের বিশেষ বক্তা হিসাবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।
মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন এ বছরের শুরুতে হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে সময়নুযায়ী হয়নি। নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার। এই সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন বলে দল থেকে জানা গেছে। সম্মেলন উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এবার সম্মেলনের আয়োজন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম বলে জানিয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু। আজকের পত্রিকার জেলা প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে সম্মেলন নিয়ে নানা দিক তিনি তুলে ধরেন। ব্যতিক্রম কি থাকছে এই সম্মেলন ঘিরে?
এমন প্রশ্নে পঙ্কজ কণ্ডু জানান, প্রথমত মাগুরা জেলা আওয়ামী লীগে কোনো দ্বিধা বিভক্তি নেই। দ্বিতীয়ত, কোনো পোস্টার, ব্যানার, লিফলেট কারও ব্যক্তি নামে প্রচার এবার নিষেধ। যে কোনো পর্যায়ের নেতাকে এটা মেনে চলতে নির্দেশনা দেওয়া আছে। দলের সিদ্ধান্তে এই নিয়ম করা হয়েছে। যে কারণে কারও ব্যক্তিগত প্রচার এবার নেই। আওয়ামী লীগের জেলা কমিটি থেকেই সব প্রচার করা হচ্ছে। এটা দলের মাঝে ঐক্যর বহিপ্রকাশ।
পঙ্কজ কণ্ডু আরও জানান, বাংলাদেশে একমাত্র মাগুরাতে প্রথম এমন সম্মেলন হতে যাচ্ছে। যেখানে কোনো নেতার ব্যক্তিগত প্রচার করা নিষেধ করা হয়েছে। আওয়ামী লীগের প্রচার ছাড়া কোনো প্রচার রাখা হয়নি।
সম্মেলন নিয়ে পঙ্কজ কণ্ডু বলেন, ‘নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেটা কোনো কোন্দল করে নয়। সবাইকে আওয়ামী লীগের দিকে অনুরক্ত করা হচ্ছে। আওয়ামী লীগ জনতার দল। ভবিষ্যতে শক্ত নেতৃত্ব আনতে আমরা চেষ্টা করছি। আর দলে কোনো হাইব্রিড নেতার আগমন সম্পর্কে আমরা সচেতন আছি। কর্মীবান্ধব আওয়ামী লীগের ধারাবাহিকতা আমরা ধরে রাখব। নেত্রী যে নির্দেশ দেবেন তা নিয়েই আমরা দল পরিচালনা করব।’
দলটি থেকে জানা যায়, আগামীকালের দ্বিবার্ষিক-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে মাগুরা জেলার ৩৬টি ইউনিয়ন থেকে হাজারো কর্মীরা শহরের নোমানী ময়দানে জড়ো হবে। সেখানে সম্মেলনের জন্য প্যান্ডেল করা হয়েছে। এ ছাড়া শহরের প্রবেশ মুখ ঢাকা রোড এলাকা থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়েছে।
ত্রিবার্ষিকী সম্মেলন কমিটি থেকে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আইনজীবী আমিরুল আলম মিলন এমপি, আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা এমপি, সদস্য ও এমপি আইনজীবী গ্লোরিয়া সরকার ঝর্না, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আইনজীবী সাউফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সাংসদ শ্রী বীরেন শিকদার।
সম্মেলনের বিশেষ বক্তা হিসাবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে