Ajker Patrika

অবশেষে নিয়োগপত্র পেলেন আছপিয়া

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০: ১৭
অবশেষে নিয়োগপত্র পেলেন আছপিয়া

অবশেষে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন বরিশালের আছপিয়া ইসলাম। শনিবার রাতে তাঁর কাছে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে বলে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন নিশ্চিত করেছেন। পরিবার ভূমিহীন হওয়ায় আটকে গিয়েছিল আছপিয়ার কনস্টেবল হওয়ার সুযোগ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আছপিয়ার হাতে তুলে দেন হিজলা থানার উপপরিদর্শক

মো. মিজান। নিয়োগপত্রে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে আসপিয়াসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া সব চাকরিপ্রত্যাশীকে প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশ লাইন্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদের রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পাঠানো হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে নারী কনস্টেবল নিয়োগপ্রাপ্তদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে রংপুরে, এমনটাই জানা গেছে।

কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় বরিশাল জেলায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছেন হিজলা উপজেলার মৃত শফিকুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আসপিয়া ইসলাম। তাকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার আগে পুলিশি তদন্তে জানা যায়, আসপিয়ারা হিজলা উপজেলার ভাড়াটে বাসিন্দা। তাদের স্থায়ী নিবাস ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তবে আসপিয়ার জন্ম ও লেখাপড়া সবকিছুই হিজলাতে। চাকরির আবেদনপত্রে তাঁর স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছিল হিজলা উপজেলা।

স্থায়ী ঠিকানা নিয়ে আইনি জটিলতায় তাঁর নিয়োগপত্র পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় আসপিয়া পুলিশের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সঙ্গে দেখা করলে তিনি সহানুভূতি দেখালেও আইনের কারণে নিয়োগপত্র দিতে পারছেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে গত ১০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসে। সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে নির্দেশ দেওয়া হয় স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে হিজলায় খাসজমি থেকে আসপিয়ার পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেওয়ার জন্য। এরই মধ্যে খাসজমিতে তাদের ঘর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে বলে হিজলা উপজেলা প্রশাসন জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত