জোকো-রাজ, না আলকারাসের শুরু

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৩: ৪০

২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপার প্রথমটি যখন জেতেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাসের বয়স তখন ৩ মাস কম ৫ বছর। ওই বয়সেই টিভিতে টেনিস দেখতেন। একবার উইম্বলডনের ফাইনাল দেখে ‘আমিও একদিন এখানে ফাইনাল খেলব’—এমন স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন এখন সত্যি আলকারাসের।

পুরোপুরি কি? আলকারাস বলছেন, না। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ফাইনাল খেলবেন বটে, তবে শৈশব-কৈশোরের সে স্বপ্নের পূর্ণতা পেতে ফাইনালে জোকোভিচকেই হারানো চাই তাঁর।

সেমিফাইনালে দানিল মেদভেদেভকে এক ফুৎকারে উড়িয়ে (৬-৩, ৬-৩, ৬-৩) যখন সংবাদ সম্মেলনে এলেন আলকারাস, কথা প্রসঙ্গে বলেই বসলেন, জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জেতাটাই হবে তাঁর জীবনের সেরা মুহূর্ত, ‘টেনিস খেলা শুরু করার পর থেকেই উইম্বলডনে ফাইনাল খেলার স্বপ্ন দেখে আসছি। আর সে ফাইনালে জোকোভিচকে পাওয়ার চেয়ে বড় কী হতে পারে! সম্ভবত এটাই হতে যাচ্ছে আমার জীবনের সেরা মুহূর্ত।’ এরপর আবেগের কথাও শোনালেন আলকারাস, ‘নোভাকের জন্য (রোববার ফাইনালের দিন) এটা আরেকটা দিন। আরেকটা মুহূর্ত। কিন্তু আমার জন্য আবেগের মুহূর্ত হতে যাচ্ছে। হতে যাচ্ছে আমার জীবনের সেরা মুহূর্ত।’

এর আগে গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও লড়েছেন জোকোভিচ-আলকারাস। তবে সে ফাইনাল নিয়ে এমন স্বপ্ন কিংবা প্রতিপক্ষকে হারানোর কথা বলেননি আলকারাস। ফ্রেঞ্চ ওপেনে হারের বদলা নিতে চাওয়ার কারণেই কি এবার এভাবে জয়ের কথা বলছেন আলকারাস? রোঁলা গাঁরোর ফাইনালে অবশ্য জোকোভিচ নয়, দুর্দান্ত শুরু করেও হেরেছিলেন।

বিশ্ব টেনিস জোকোভিচ-নাদালদেরই পদানত থাকবে, নাকি নতুনের কেতন ওড়াবেন আলকারাসরা—ওই ম্যাচে এর একটা নিষ্পত্তি দেখতে তাকিয়ে ছিলেন টেনিস বোদ্ধারা। আজ ফাইনাল জিততে আলকারাসের মরিয়া মনোভাব দেখে এটাই মনে হচ্ছে, এবার তিনি নিজেও এই উইম্বলডন দিয়েই ‘বিগ থ্রি’ যুগের শেষের শুরু করতে চাচ্ছেন।

তবে ১৬ বছরের বড় ৩৬ বছর বয়সী জোকোভিচকে হারানোটা যে সহজ হবে না, সেটাও মাথায় রেখেছেন আলকারাস, ‘খুব কঠিন একটা ম্যাচ খেলতে হবে জানি। তবে এটুকু বলতে পারি, আমি লড়ব। নিজের ওপর আস্থা রয়েছে আমার।’  

সেন্টার কোর্টে গত ১০ বছরে হারেননি জোকোভিচ। টানা চারবারের চ্যাম্পিয়ন তিনি। আজকের ফাইনাল ঘিরেও অনেক অর্জনের হাতছানি সার্বিয়ান তারকার—

  • নিজের গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যাকে ২৪-এ উন্নীত করবেন। সবচেয়ে বেশি শিরোপা জয়ে ছুঁয়ে ফেলবেন মার্গারেট কোর্টকে।
  • উইম্বলডনে সবচেয়ে বেশি ৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রজার ফেদেরারের রেকর্ডেও ভাগ বসাবেন।
  • সেন্টার কোর্টে টানা জয়ের রেকর্ডকে নিয়ে যাবেন ৪৫-এ।
  • হবেন উইম্বলডনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন।

আজকের ফাইনাল জয়ে অনুপ্রেরণার কমতি নেই জোকোভিচের। সার্বিয়ান তারকাও মনে করেন, এ ফাইনালে আটকে থাকবে সবার চোখ, টেনিস এবং ক্রীড়া জগতের চোখ থাকবে উইম্বলডনের রোববারের ফাইনালে। খুব সম্ভব, এটিই সবচেয়ে বেশি দেখা টেনিস ম্যাচের মর্যাদা পেতে যাচ্ছে।

যে ম্যাচে অভিজ্ঞতা এগিয়ে রাখছে জোকোভিচকে। তবে অভিজ্ঞতাই সবকিছু নয়। উইম্বলডনে ‘আমিই ফেবারিট’ ঘোষণা দেওয়া জোকোভিচ বলছেন, ‘এদিন মানসিক এবং শারীরিকভাবে যে ভালো থাকবে, জিততে সে-ই।’

দুই প্রজন্মের দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে টেনিসও কি জিতবে না!

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত