টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাইপলাইনে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে শহরের সুবিধা পাচ্ছে গ্রামের সাড়ে তিন হাজার পরিবার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার ইউনিয়ন পর্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে এই সুপেয় পানি সরবরাহ শুরু করেছে।
২০১৯ সালে সেপ্টেম্বর মাসে পাটগাতী ও কুশলী ইউনিয়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ভবনের কাজ শুরু হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে কাজ সমাপ্ত হয়। পরে ২০২১ সালের জানুয়ারি থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, কুশলী ও বর্ণি ইউনিয়নে পানি সরবরাহ শুরু হয়।
পর্যায়ক্রমে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন ইউনিয়নে এ প্ল্যান্ট স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর।
টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা ও পৌরসভাগুলোতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়ার পাটগাতী ও কুশলী ইউনিয়নে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এতে প্রায় ১৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়।
পাটগাতী প্ল্যান্ট থেকে ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার লিটার নিরাপদ পানি উৎপাদন করে সকাল-বিকেল ২ হাজার পরিবারকে পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া কুশলী প্ল্যান্টে ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উৎপাদন করে কুশলী ও বর্ণি ইউনিয়নের ১ হাজার ৫০০ পরিবারে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।
পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের খালিদ হোসেন ও ঝরনা বেগম বলেন, তাঁদের ইউনিয়নের সুপেয় ও নিরাপদ পানির অভাব ছিল। এখন পানির প্ল্যান্ট স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এ পানির স্বাদ-গন্ধ চমৎকার। পান করতেও ভালো লাগছে। এ ছাড়া রান্না, গোসলসহ বাড়ির সব কাজ এ পানি দিয়েই করছেন।
টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, পাটগাতী, কুশলী ও বর্ণি ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন করা যায় না। এসব ইউনিয়নের অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও আর্সেনিক। এ ছাড়া খালের পানিতে শুষ্ক মৌসুমে লবণ চলে আসে। নিরাপদ পানির অভাবে তিনটি ইউনিয়নের ১০ ভাগ মানুষ ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ পানিবাহিত রোগে ভোগে।
এ ছাড়া তিন ইউনিয়নের সব মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে দুটি পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ইতিমধ্যে সাড়ে তিন হাজার পরিবার সুপেয় পানির আওতায় এসেছে। এ ছাড়া গত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী গ্রামে শহরের সুবিধা দিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি বাস্তবায়ন করতে তাঁরা সারা দেশের মধ্যে টুঙ্গিপাড়া থেকে প্রথম প্ল্যান্ট স্থাপন ও পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি গ্রামে পৌঁছে দিচ্ছেন। এর মধ্য দিয়ে গ্রামের মানুষ শহরের সুবিধা পাচ্ছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাইপলাইনে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে শহরের সুবিধা পাচ্ছে গ্রামের সাড়ে তিন হাজার পরিবার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার ইউনিয়ন পর্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে এই সুপেয় পানি সরবরাহ শুরু করেছে।
২০১৯ সালে সেপ্টেম্বর মাসে পাটগাতী ও কুশলী ইউনিয়নে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ভবনের কাজ শুরু হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে কাজ সমাপ্ত হয়। পরে ২০২১ সালের জানুয়ারি থেকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, কুশলী ও বর্ণি ইউনিয়নে পানি সরবরাহ শুরু হয়।
পর্যায়ক্রমে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন ইউনিয়নে এ প্ল্যান্ট স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর।
টুঙ্গিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা ও পৌরসভাগুলোতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়ার পাটগাতী ও কুশলী ইউনিয়নে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এতে প্রায় ১৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়।
পাটগাতী প্ল্যান্ট থেকে ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার লিটার নিরাপদ পানি উৎপাদন করে সকাল-বিকেল ২ হাজার পরিবারকে পানি সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া কুশলী প্ল্যান্টে ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উৎপাদন করে কুশলী ও বর্ণি ইউনিয়নের ১ হাজার ৫০০ পরিবারে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।
পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের খালিদ হোসেন ও ঝরনা বেগম বলেন, তাঁদের ইউনিয়নের সুপেয় ও নিরাপদ পানির অভাব ছিল। এখন পানির প্ল্যান্ট স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এ পানির স্বাদ-গন্ধ চমৎকার। পান করতেও ভালো লাগছে। এ ছাড়া রান্না, গোসলসহ বাড়ির সব কাজ এ পানি দিয়েই করছেন।
টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার বলেন, পাটগাতী, কুশলী ও বর্ণি ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন করা যায় না। এসব ইউনিয়নের অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও আর্সেনিক। এ ছাড়া খালের পানিতে শুষ্ক মৌসুমে লবণ চলে আসে। নিরাপদ পানির অভাবে তিনটি ইউনিয়নের ১০ ভাগ মানুষ ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ পানিবাহিত রোগে ভোগে।
এ ছাড়া তিন ইউনিয়নের সব মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে দুটি পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ইতিমধ্যে সাড়ে তিন হাজার পরিবার সুপেয় পানির আওতায় এসেছে। এ ছাড়া গত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী গ্রামে শহরের সুবিধা দিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি বাস্তবায়ন করতে তাঁরা সারা দেশের মধ্যে টুঙ্গিপাড়া থেকে প্রথম প্ল্যান্ট স্থাপন ও পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি গ্রামে পৌঁছে দিচ্ছেন। এর মধ্য দিয়ে গ্রামের মানুষ শহরের সুবিধা পাচ্ছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে