Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা করার ঘোষণা

আগৈলঝাড়া ও উজিরপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯: ২৪
স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা করার ঘোষণা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, জেলা সিভিল সার্জন মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুন মোল্লা, সমীরণ হালদারসহ প্রমুখ।

সচিব লোকমান হোসেন মিয়া আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন ঘুরে দেখেন। স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা করার কার্যক্রম মন্ত্রণালয়ে শিগগিরই শুরু করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে আগৈলঝাড়ার গৈলায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে একে ৫০ শয্যায় উন্নীত করা হয়।

এদিন দুপুরে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সচিব মো. লোকমান হোসেন মিয়া। উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কক্ষ, হাসপাতালের মূল ভবন ও করোনাভাইরাস প্রতিরোধে টিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত