Ajker Patrika

১৭ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সবুজ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০৮
১৭ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সবুজ

সাধারণ মানুষকে হাঁটার উপকারিতা বোঝাতে ও সচেতন করতে সবুজ কুমার বর্মণ প্রবাল ১৭ দিন হেঁটে কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌঁছান। গত সোমবার বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে এসে তিনি হাঁটা শেষ করেন। এ ছাড়া তিনি এই সময়ের মধ্যে বাংলাদেশে ১০০ কিলোমিটার সড়ক ১৭ ঘণ্টায় হেঁটে পাড়ি দেওয়ার রেকর্ড করেছেন।

সবুজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়। পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। তিনি একটি বায়িং হাউসে কর্মরত। বিভিন্ন চিকিৎসা থেরাপির পরিবর্তে মানুষকে হাঁটার উপকারিতা বোঝাতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হাঁটলেন তিনি। তাঁর এই কার্যক্রমের প্রতিপাদ্য ছিল ‘হাঁটাকে হ্যাঁ বলুন, থেরাপিকে না বলুন।

সবুজ জানান, বেসরকারি চাকরি করায় তিনি অফিসের কারণে এক টানা হাঁটতে না পারেননি। সপ্তাহে পাঁচ দিন অফিস করে বাকি দুই দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ১৭ দিনে শেষ করেন। গত ১ জানুয়ারি টেকনাফের জিরো পয়েন্ট থেকে সবুজ শুরু করেন হাঁটা।

হাঁটা নিয়ে সবুজের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দিনাজপুরে যুক্ত হন তাঁর চাচাতো ভাই অনিক কুমার বর্মণ ও দিনাজপুর কেবিএম কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী রেখা সরকার। তাঁরাও তিন দিনে পায়ে হেঁটে সবুজের সঙ্গী হয়ে তেঁতুলিয়ায় জিরো পয়েন্ট গিয়ে হাঁটা শেষ করেন।

এ বিষয়ে সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর আমার করোনা শনাক্ত হলে ফুসফুসের ৮০ শতাংশ ড্যামেজ হয়। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি এখন পুরোপুরি সুস্থ, তখন আমার ইচ্ছে ছিল আমার শরীর ভালো হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে যাব এবং সেই সঙ্গে দেশের মানুষকে হাঁটার উপকারিতার বার্তা পৌঁছে দেব। এর সঙ্গে ভালো লাগছে আমি ১৭ ঘণ্টায় ১০০ কিলোমিটার সড়কে হেঁটে বাংলাদেশে সর্বোচ্চ হাঁটার রেকর্ড করতে পারছি।’

সবুজের হাঁটা কার্যক্রমে সঙ্গী হওয়া রেখা সরকার ও অনিক কুমার বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবুজ দাদার এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েই তাঁর সঙ্গে হেঁটেছি। ইচ্ছে ছিল দাদার সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে যাব, কিন্তু সুযোগ না মেলায় আমরা দুজনে দিনাজপুর থেকে যোগ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত