Ajker Patrika

রামুতে ভোটের ফল কারচুপির অভিযোগ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ৪৭
রামুতে ভোটের ফল কারচুপির অভিযোগ

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডে ভোটের ফলাফল কারচুপির অভিযোগ পাওয়া গেছে।

এদিকে সর্বোচ্চ ভোট পাওয়া দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর পুনর্নির্বাচন ঘোষণা করা হয়েছে। এই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটগ্রহণ হয় পশ্চিম জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে রামু উপজেলার ১১ ইউপিতে ভোট হয়।

সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ভোট গণনার বিবরণীতে মোট ভোট দেখানো হয় ১ হাজার ৮৪৮টি। ৪৭টি ভোট বাতিল বলে উল্লেখ করা হয়। এতে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮০১ টি।

একই ভোট গণনার বিবরণীতে বলা হয়, ইউপি সদস্য প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৬১ ভোট, মফিজুর রহমান ৩৮০, মো. আরমান ২৩৭, মো. মিজানুর রহমান ৩৭৩, রহমত উল্লাহ ৩২৭ এবং সুলতান আহমেদ ৩৮০ ভোট পেয়েছেন। এতে ছয়জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭৫৮। এতে ৪৩টি বৈধ ভোটের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে রামু উপজেলা নির্বাচন অফিসে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া ভোট গণনার ফলাফল সম্পূর্ণ বদলে যায়। প্রকাশিত ভোট গণনার একীভূত বিবরণীতে বলা হয়, মোট বৈধ ভোট ১ হাজার ৭৫৮ টি। অবৈধ বা বাতিলকৃত ভোট দেখানো হয়েছে ৯০ টি। তবে কেন্দ্রে দেখানো হয়েছিল ৪৭টি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে প্রিসাইডিং কর্মকর্তা যে ফলাফল দিয়েছে সেটি সঠিক মনে হয়েছে। সেখানে দেখা গেছে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন। সে অনুযায়ী ২৪ নভেম্বর পুনর্নির্বাচন হবে।’

কেন্দ্রে প্রকাশিত ফলাফল এবং রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল খতিয়ে দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘খতিয়ে দেখার সুযোগ নাই। কোনো প্রার্থী যদি মনে করেন আদালতে মামলা করতে পারেন। আমাদের কিছু করার নাই।’

ভোটে দায়িত্ব পালন করা প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লা মোহাম্মদ শহীদুল আলমের সঙ্গে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

সমান ৩৮০ ভোট পাওয়া দুজন হলেন সুলতান আহমেদ ও মফিজুর রহমান। সুলতান বলেন, কেন্দ্রে প্রকাশিত ফলাফল আর নির্বাচন অফিসে প্রকাশিত ফলের মধ্যে পার্থক্য রয়েছে। ২৪ নভেম্বর পুনর্নির্বাচন ঘোষণা করা হয়েছে। আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত