Ajker Patrika

বিদ্রোহী আর স্বতন্ত্রের কাছে নৌকার ভরাডুবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ১৯
বিদ্রোহী আর স্বতন্ত্রের  কাছে নৌকার ভরাডুবি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীর কাছে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মাত্র তিনটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

বাকি সাতটির মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং তিনটিতে জয় পেয়েছে মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

গতকাল সোমবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক। গোপীনাথপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আরেক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুমন।

গোপালপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে জয় পেয়েছেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম। এ ছাড়া রামনাথপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের শওকত আলী, দামোদরপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আবু বকর সিদ্দিক, কুতুবপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোস্তাক চৌধুরী, কালুপাড়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহিদুল হক মানিক নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন মধুপুর ইউনিয়নে নুর আলম ভুট্টু, বিষ্ণুপুর ইউনিয়নে ফিন্দউল হাসান চৌধুরী শান্তু এবং লোহানীপাড়া ইউনিয়নে ডলু শাহ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, হেরে যাওয়া সাতটি ইউনিয়নের মধ্যে একাধিক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা তৃতীয় অবস্থানে রয়েছেন। দলীয় প্রার্থীদের এমন ভরাডুবিতে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা-কর্মী বলেছেন, প্রার্থী নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে দলের ভরাডুবি ঘটেছে। স্থানীয় সাংসদের একক মতামতের কারণে এমনটি হয়েছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

এই উপজেলায় আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৯৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪ হাজার ৯৪০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত