Ajker Patrika

দরপত্র ছিনতাই, যুবলীগের ৫ নেতার জামিন নামঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৭
দরপত্র ছিনতাই, যুবলীগের ৫ নেতার জামিন নামঞ্জুর

সুনামগঞ্জ সদর হাসপাতালের সরঞ্জাম ও খাবারের দরপত্র (টেন্ডার) ছিনতাইয়ের ঘটনায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার দ্রুত বিচার আইনে মামলা করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানায়। ভোলা জেলার চর ফ্যাশনের পাবেল মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এদিকে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- এহসানুল হক উজ্জ্বল, যুবলীগের কর্মী তাজুল ইসলাম, যুবদল নেতা রিগ্যান আহমদ, হাফিজুর রহমান লিটন ও রাজবাড়ি জেলার পাংশা উপজেলার শাওন আহমদ।

জানা যায়, হাসপাতালে দরপত্র জমা দিতে আসা দুই পক্ষের কাছ থেকে কাগজ ছিনতাই করে নিয়ে যান যুবলীগের কয়েক জন নেতা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে।

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কেউ অন্যায় কাজ করে থাকলে এটি তাঁদের ব্যক্তিগত দায়, সংগঠনের নয়। এহসান আহমদ উজ্জ্বলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত