Ajker Patrika

নানা আয়োজনে সমাজসেবা দিবস উদ্‌যাপিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৭
নানা আয়োজনে সমাজসেবা দিবস উদ্‌যাপিত

‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবস উপলক্ষে ভোলার চরফ্যামনে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাদেক হোসেন মিয়া।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় বক্তারা বলেন, সরকার দুস্থ, দারিদ্র্য, অসহায় শিশু, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফলে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক সেবার পরিধি বাড়াতে উপজেলার প্রত্যেক ইউনিয়নের অসহায় ও অনগ্রসর মানুষকে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতাসহ মুক্তিযোদ্ধা সম্মানী দেওয়া হচ্ছে।

জানা গেছে, বর্তমানে ১৫ হাজার ৩৩৩ বয়স্ক, ৬ হাজার ৩৬২ বিধবা, ৫ হাজার ৩৭৮ প্রতিবন্ধী, ২৭৫ দলিত হরিজন, ১১৭ জন শিক্ষা উপবৃত্তিসহ ১০টি এতিম খানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ২৯৮ নিবাসীকে সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া অসহায় ও অনগ্রসর ব্যক্তিদের ২৫ হাজার টাকা করে ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে।

এ দিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় শোভাযাত্রা ও উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত