কমলগঞ্জে কৃষকেরা সেবাবঞ্চিত, জনবল সংকটে

মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
Thumbnail image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ১৭টি পদ শূন্য। ফলে মাঠপর্যায়ে পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ২৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদ থাকলেও দীর্ঘদিন ধরে ১৪টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া বাকি তিনটি শূন্য পদ হলো উচ্চমান উপসহকারী, অফিস সহকারী ও নৈশপ্রহরী। বিশেষ করে ১৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা না থাকায় ইউনিয়ন পর্যায়ে কৃষকেরা সঠিকভাবে সেবা পাচ্ছেন না।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা বলেন, ‘আমরা আউশ, আমন ও শীতকালীন সবজিতে বিভিন্ন সমস্যা হলে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাই না। একটি ইউনিয়নে ৩ জন কর্মকর্তা থাকার কথা, সেখানে আছেন মাত্র ১ জন। এতে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় কৃষকদের।’

পতনঊষার ইউনিয়নের কৃষক আবু আলী বলেন, ‘জমিতে পোকামাকড়ের আক্রমণ বা পচা রোগ হলে সঠিক সময়ে কখনো কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাইনি। জমিতে কখন কোন সার বা কীটনাশক দিতে হয় তা স্থানীয় কৃষিদোকানিদের কাছে থেকে জানতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হয়। সঠিক পরামর্শের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন পাই না।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ‘জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। একটি ইউনিয়নে ৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা, সেখানে অনেক ইউনিয়নে মাত্র ১ জন আছেন। কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব শূন্য পদগুলোতে যত দ্রুত নিয়োগ দেওয়া হবে তত বেশি সেবা পাবে কৃষকেরা।’

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘খুব শিগগিরই কমলগঞ্জে ২ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বাকি পদে নির্বাচনের পরে নিয়োগ দেওয়া হবে। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত